ক্রীড়া ডেস্ক

  ২৫ এপ্রিল, ২০২৪

পাকিস্তান-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ

দু-দলের লক্ষ্যই সিরিজ জয়

প্রথম তিন ম্যাচ শেষে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। চতুর্থ ম্যাচ জিতে সিরিজে লিড নেওয়ার লক্ষ্য নিয়ে আজ বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে দু’দল। লাহোরে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড চতুর্থ টি-টোয়েন্টির ম্যাচ।

মাত্র ২ বল খেলার হবার পর বৃষ্টির কারণে রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি পরিত্যক্ত হয়। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে উড়িয়ে দেয় পাকিস্তান। বোলারদের দারুণ নৈপুণ্যে ৭ উইকেটের জয়ে সিরিজে লিড নেয় পাকরা। প্রথমে ব্যাট করে ৯০ রানে অলআউট হয় কিউইরা। জবাবে ৪৭ বল বাকি রেখেই ম্যাচ জিতে নেয় পাকিস্তান। ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েও দ্রুত ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। মার্ক চাপম্যানের দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে তৃতীয় ম্যাচ ৭ উইকেটে জিতে সিরিজে সমতা ফেরায় কিউইরা। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ডকে ১৭৯ রানের টার্গেট ছুঁড়ে দেয় পাকিস্তান। চাপম্যানের ৯টি চার ও ৪টি ছক্কায় ৪২ বলে অনবদ্য ৮৭ রানে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে দ্বিতীয় সারির দল নিয়ে খেলতে নামা নিউজিল্যান্ড। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কারণে প্রথম সারির ৯ জন খেলোয়াড়কে ছাড়াই পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে আসে কিউইরা। তৃতীয় ম্যাচে পাওয়া দুর্দান্ত জয়ে এবার সিরিজে প্রথমবারের মতো লিড নেওয়ার স্বপ্ন নিউজিল্যান্ডের। আগের ম্যাচের নায়ক চাপম্যান বলেন, ‘তৃতীয় ম্যাচের জয় দলকে আত্মবিশ্বাসী করেছে। জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজে লিড নেওয়াই এখন প্রধান লক্ষ্য আমাদের। পাকিস্তান শক্তিশালী দল। আমাদের সতর্ক থাকতে হবে এবং সেরা ক্রিকেটই খেলতে হবে।’

দ্বিতীয় ম্যাচের মতো তৃতীয়টিতে জ্বলে উঠতে পারেনি পাকিস্তানের বোলাররা। সিরিজে লিড নেওয়ার লক্ষ্যে বোলারদের কাছ থেকে আরো ভালো পারফরম্যান্স প্রত্যাশা করছেন পাক অধিনায়ক বাবর আজম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close