ক্রীড়া ডেস্ক

  ০৫ এপ্রিল, ২০২৪

লেভারকুজেনকে ডাকছে ত্রিমুকুট

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের চলতি মৌসুমের সবচেয়ে বড় চমক বায়ার লেভারকুজেন। জাবি আলোনসোর অধীনে বদলে গেছে জার্মান ক্লাবটি। কেবল ম্যানচেস্টার সিটি, লিভারপুল, পিএসজি কিংবা রিয়াল মাদ্রিদের মতো দলই নয়, এই মৌসুমে ত্রিমুকুট জয়ের সুযোগ আছে লেভারকুজেনেরও। সে যাত্রায় আরও একধাপ এগিয়ে গেল তারা। বুধবার রাতে ফরচুনা ডুসেলডর্ফকে ৪-০ গোলে উড়িয়ে পঞ্চমবারের মতো জার্মান কাপের ফাইনালে উঠে গেল লেভারকুজেন। সেমিফাইনালের প্রথমার্ধের ৩৫ মিনিটেই তিন গোল করে ফেলে আলোনসোর দল। দ্বিতীয়ার্ধে আরো এক গোলের দেখা পায় তারা। স্বাগতিকদের বড় জয়ের নায়ক জার্মান ফুটবলার ফ্লোরিয়ান উইর্টজ।

ম্যাচের শেষ দুটি গোল করেছেন তিনি। লেভারকুজেন ও জার্মানির জার্সিতে এই মৌসুমে উইর্টজস করেছেন ১৪টি গোল। অবশ্য তার জোড়া গোলের আগেই প্রায় নিশ্চিত হয়ে গেছে লেভারকুজেনের জয়। সাত মিনিটে ফ্রিমপংয়ের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close