ক্রীড়া ডেস্ক

  ০৭ মার্চ, ২০২৪

বিতর্কে জড়িয়ে নিষিদ্ধ বেলিংহ্যাম

লা লিগায় ভালেন্সিয়ার বিপক্ষে লাল কার্ডের ঘটনায় দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন রিয়াল মাদ্রিদের জুড বেলিংহ্যাম। পাশাপাশি এ ইংলিশ মিডফিল্ডার ও তার ক্লাবকে জরিমানাও করা হয়েছে। মেস্তায়া স্টেডিয়ামে গত শনিবার ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের ঘটনা এটি। ম্যাচের শেষ মুহূর্তে ডি-বক্সের ডান দিক থেকে ব্রাহিম দিয়াসের ক্রসে বল বাতাসে থাকা অবস্থায়ই শেষ বাঁশি বাজিয়ে দেন রেফারি। ওই ক্রসেই হেডে বল জালে জড়ান বেলিংহ্যাম। গোল না মেলায় রেফারিকে ঘিরে ধরে প্রতিবাদ করতে থাকেন রিয়ালের ফুটবলাররা। রেফারির সঙ্গে তর্ক করার একপর্যায়ে সরাসরি লাল কার্ড দেখানো হয় বেলিংহ্যামকে।

রেফারি ম্যাচ রিপোর্টে উল্লেখ করেন, খেলা শেষ হওয়ার পর মাঠে থাকাকালীন তার দিকে বেলিংহ্যাম আক্রমণাত্মক ভঙ্গিতে ছুটে আসে এবং বারবার চিৎকার করে একটি অশ্লীল শব্দ ব্যবহার করে গোল দাবি করে। লা লিগা গতকাল বুধবার বিবৃতি দিয়ে বেলিংহ্যামের নিষেধাজ্ঞার কথা জানায়। একইসঙ্গে এ ফুটবলারকে ৬০০ ইউরো ও রিয়ালকে ৭০০ ইউরো জরিমানা করা হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ফিরতি লেগে বুধবার লাইপজিগের বিপক্ষে অবশ্য বেলিংহ্যামের খেলতে কোনো বাধা নেই। লা লিগায় দলের পরের দুই ম্যাচে আগামী রবিবার সেল্টা ভিগো ও ১৬ মার্চ ওসাসুনার বিপক্ষে খেলতে পারবেন না তিনি। এরপর আন্তর্জাতিক ফুটবলের বিরতি। ৩১ মার্চ আটলেটিক বিলবাওয়ের বিপক্ষে ফিরতে পারবেন বেলিংহ্যাম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close