ক্রীড়া প্রতিবেদক

  ২৫ মার্চ, ২০২৩

তামিমের সেঞ্চুরিতে জিতল প্রাইম ব্যাংক

হারের বৃত্তে মোহামেডান

ডিপিএলের এবারের আসরে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই সেঞ্চুরি তুলে নিলেন তামিম ইকবাল। তামিম সেঞ্চুরি ও মুশফিকুর রহিমের দারুণ ব্যাটিংয়ে ৭ উইকেটের জয় পায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এদিকে ডিপিএলে হেরেই চলেছে মোহামেডান স্পোর্টি ক্লাব। চার রাউন্ডের মাঝে তিনটিতেই হেরেছে তারা। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে জয়ের জন্য ২০০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে প্রাইম ব্যাংকে দারুণ শুরু এনে দেন তামিম ও মোহাম্মদ মিঠুন। পাওয়ার প্লের ১০ ওভারে ৫৭ রান যোগ করেন তারা দুজন। মিঠুন ও তামিমের জমে উঠা জুটি ভাঙেন শুভাগত হোম চৌধুরী।

ডানহাতি এই অফ স্পিনারের বলে উড়িয়ে মারতে গিয়ে লং অনে থাকা সৌম্য সরকারের হাতে ক্যাচ দেন ৩১ রান করা মিঠুন। পরের ওভারে আউট হয়েছেন নাসির হোসেন। খালেদ আহমেদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনে নামা এই ব্যাটার। নাসিরের ব্যাট থেকে এসেছে ৮ বলে মাত্র ১ রান। টিকতে পারেননি চারে নামা ইয়াসির আলী রাব্বি। খালেদের বলে বোল্ড হয়ে ফিরে যান ১ রান করে। ইয়াসিরের বিদায়ের পর খালেদের বলে ডিপ এক্সট্রা কভার দিয়ে ঠেলে দিয়ে এক রান নিয়ে ৭৬ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তামিম। তাকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন মুশফিক। ৮৫ রানের সময় রুয়েল মিয়ার ওভারে টানা দুই চার মেরে ৯৫ রানের ঘরে যান তামিম। ১৪৫ বলে বাঁহাতি এই ওপেনার সেঞ্চুরি পেয়েছেন এনামুলের বলে চার মেরে। সেঞ্চুরির পর আরও দুই চার মেরেছেন তিনি। শেষ পর্যন্ত ১৫৬ বলে ১০৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তামিম। মুশফিক খেলেছেন অপরাজিত ৩২ রানের ইনিংস। এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ১৯৯ রানে অল আউট হয় মোহামেডান। দলের হয়ে সবচেয়ে বেশি ৪১ রানের ইনিংস খেলেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। এ ছাড়া শুভাগত ২৬ এবং অনুষ্টুপ মজুমদার করেছেন ২৫ রান। প্রাইম ব্যাংকের হয়ে নাসির তিনটি এবং দুটি করে উইকেট পেয়েছেন ?রুবেল হোসেন ও রেজাউর রহমান রাজা।

সংক্ষিপ্ত স্কোর

মোহামেডান স্পোর্টিং ক্লাব : ৪২ ওভার ১৯৯ (ইমরুল ২২, মাহিদুল ৪১, সৌম্য ১৭, অনুষ্টুপ ২৫, মাহমুদউল্লাহ ১৮, আরিফুল ২২, শুভাগত ২৬, এনামুল জুনিয়র ৯, কামরুল ১, রুয়েল ১, খালেদ ০*; রুবেল ৫৪/২, শরিফুল ২৬/১, নাসির ২৯/৩, রাজা ৩১/২, তাইজুল ৪১/১, কাপালি ৯/০)

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব : ৪২.১ ওভার ২০২/৩ (তামিম ১০৯*, মিঠুন ৩১, নাসির ১, ইয়াসির ১, মুশফিক ৩৯*; খালেদ ৪৬/২, রুয়েল ৪৯/০, শুভাগত ৩৪/১, আরিফুল ৩/০, কামরুল ২২/০, এনামুল জুনিয়র ৩২/০, সৌম্য ৬/০, ইমরুল ৫/০

ফল : প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৭ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ : তামিম ইকবাল

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close