ক্রীড়া ডেস্ক

  ০৬ ডিসেম্বর, ২০২২

‘দর্শকদের কারণে ভারত কিছুটা চাপে থাকবে’

ফুটবল বিশ্বকাপ উন্মাদনার মাঝে ভারত-বাংলাদেশ সিরিজটা বড় অসময়ে হয়ে গেল কিনা, এই সংশয় ছিল কদিন আগেও। তবে টিেিকট ছাড়ার পর কী হতে পারে, পাওয়া গেল আভাস। রোববার স্বাগতিক দলের সমর্থনে মিরপুরের গ্যালারি যে ভরপুর থাকবে তা এক প্রকার নিশ্চিত। নিজেদের বিরুদ্ধে দর্শকদের এই বিপুল আওয়াজকে একটা চাপের কারণ মনে করছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শনিবার প্রথম ওয়ানডের টিকিট বিক্রি শুরু হওয়ার পর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দেখা যায় তুমুল ভিড়। সে টিকিট ফুরিয়ে যেতেও সময় লাগেনি। টিকিটের জন্য হাহাকার চলছে আরো অনেকের মাঝে।

দুনিয়ার সব দেশেই খেলতে গেলে দর্শক সমর্থন পায় ভারত, ব্যতিক্রম বাংলাদেশ। সংবাদ সম্মেলনে ভারত অধিনায়কের কাছে তাই প্রশ্ন গেল দর্শকদের চাপ নিয়ে, অকপটে তিনি তা স্বীকার করে নিলেন, ‘এখানে (গ্যালারিতে বেশি সমর্থন) পাব না (হাসি)। হ্যাঁ, (দর্শকদের কারণে) ভারত কিছুটা চাপে থাকবে। এখানের দর্শক উপস্থিতি ভীতি জাগানিয়া হতে পারে। এতে কোনো সংশয় নেই। তারা আবেগী সমর্থক এবং বরাবরই দলের পাশে থাকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close