ক্রীড়া প্রতিবেদক

  ০৪ অক্টোবর, ২০২২

‘আমরা যখন জিতি এত প্রশ্ন আসে না’

বাংলাদেশের আত্মবিশ্বাসকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান নারী ক্রিকেট দল। এশিয়া কাপে সোমবার (৩ অক্টোবর) বাংলাদেশ নারী দলকে ৯ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করেছে পাকিস্তান।

মূলত গতকাল ব্যাটিংয়ে ভরাডুবি হয়েছে টাইগ্রেসদের। ৮ উইকেটে মাত্র ৭০ রান করতে পেরেছিল স্বাগতিকরা। ৩ রানে ৩ উইকেট হারানো দলটার জন্য এর বেশি যাওয়া কঠিন ছিল। পাকিস্তানের বোলারদের সামনে রান তুলতে সংগ্রাম করেছেন সবাই।

উইকেট স্লো ছিল, তাই পাকিস্তানের বোলাররা ফ্লাইট দিয়ে বোলিং করেছেন। ফ্লাইটের জবাব দিতে গিয়ে বাংলাদেশের ব্যাটাররা প্রচুর সুইপ শট খেলেছেন। যার মধ্যে অনেকে বোল্ড হয়েছেন, কেউ এলবিডব্লিউ কেউবা ক্যাচ দিয়েছেন।

ম্যাচে সর্বোচ্চ ২৪ রান করেছিলেন সালমা খাতুন। বাংলাদেশের পক্ষে একমাত্র উইকেটও তিনিই নিয়েছেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অভিজ্ঞ এ অলরাউন্ডার বলেছেন, ‘বাংলাদেশের বাজে দিন গেছে। যখন দলটা জয় পায়, তখন এত প্রশ্ন আসে না।’

সংবাদ সম্মেলনে হারের কারণ খুঁজতে নানা প্রশ্ন আসছিল সাংবাদিকদের পক্ষ থেকে। যার জবাবেই সালমা বলেন, ‘আসলে কথা হচ্ছে আজকে আমাদের দিন খারাপ গেছে। যে কারণে এত প্রশ্ন আছে। আমরা যখন জিতি, এত প্রশ্ন আসে না।’

সিলেটের উইকেটে বাংলাদেশ দল সংগ্রাম করলেও পাকিস্তানিরা দ্রুত রান তুলেছে। যার কারণ সম্পর্কে সালমা বলেন, ‘আসলে স্বাভাবিকভাবে বৃষ্টির পর যখন খেলা শুরু হয়ে গেছে তখন কিন্তু রোদ চলে এসেছে। ওরা যখন ব্যাট করেছে তখন উইকেট শুকনো হয়ে গেছে। ওরা আরামসেই খেলে নিচ্ছিল।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close