ক্রীড়া ডেস্ক

  ০৩ অক্টোবর, ২০২২

পিএসজির জয়ের নায়ক এমবাপ্পে

বদলি বেঞ্চ থেকে উঠে এসে লিগ ওয়ানে পিএসজিকে জয় উপহার দিয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। পরশু নিসেঁর বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়ে টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

কোচ ক্রিস্টোফে গালটিয়ার পরশু রাতে মূল একাদশ থেকে বিশ্রাম দিয়েছিলেন এমবাপ্পেকে। মূলত বেনফিকার বিপক্ষে আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচকে সামনে রেখেই গালটিয়ার এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। বিশ্বকাপের আগে ছয় সপ্তাহে পিএসজি ১১টি ম্যাচে অংশ নিবে। এমবাপ্পের স্থানে কাল মাঠে নেমেছিলেন ২০ বছর বয়সি আরেক ফরাসি তরুণ অ্যাটাকার হুগো একিটিকে। পিএসজির হয়ে একিটিকের এটাই মূল একাদশে প্রথম ম্যাচ। পার্ক ডি প্রিন্সেসে অবশ্য ২৯ মিনিটে পিএজসিকে লিড এনে দিয়েছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টারের কার্লিং ফ্রি-কিক নিসেঁর দেয়ালের ওপর দিয়ে গোলরক্ষক কাসপার শিমিচেলকে বোকা বানিয়ে জালে প্রবেশ করে। শিমিচেলের দাঁড়িয়ে তা দেখা ছাড়া আর কিছুই করার ছিল না।

বিরতির পরপরই ৪৭ মিনিটে গায়েটান লাবোরডে সফরকারী নিসের হয়ে সমতা ফেরান। এই মৌসুমের আগে গালটিয়ারের অধীনে নিসে খেলেছেন লাবোরডে। পিএসজির রক্ষণভাগের বড় ভুলে লাবোরডে সমতা ফেরাতে দেরি করেননি। ৫৯ মিনিটে একিটিকের পরিবর্তে মাঠে নামেন এমবাপ্পে। ম্যাচ শেষের ৭ মিনিট আগে এমবাপ্পে জয়সূচক গোলটি করেন। এ নিয়ে মৌসুমের অষ্টম গোল করলেন এমবাপ্পে। এর ফলে লিগ ওয়ানে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সতীর্থ নেইমারের সঙ্গে সমানভাকে শীর্ষে নাম লেখালেন এই ফরাসি তরুণ। এদিকে অ্যাঙ্গার্সকে ৩-০ গোলে পরাজিত করা মার্সেইর থেকে দুই পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে রয়েছে পিএসজি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close