ক্রীড়া ডেস্ক

  ০৬ আগস্ট, ২০২২

নিউজিল্যান্ডের স্বস্তির জয়

দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ডকে দেড়শর আগেই বেঁধে ফেলেছিল আয়ারল্যান্ড। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় এই রান তাড়া করতে পারল না আইরিশরা। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ স্বাগতিকরা শুরু করল হার দিয়ে। ব্লেয়ার টিকনার ও বেন সিয়ার্সের দারুণ বোলিংয়ে ১৬ রানের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড।

পরশু রাতে টস জিতে ব্যাটিংয়ে নেমে সাত উইকেটে ১৪৮ রান তুলতে সক্ষম হয় নিউজিল্যান্ড। জবাবে ম্যাচের তিন বল বাকি থাকতে ১৩২ রানে গুটিয়ে গেছে আয়ারল্যান্ড। এই জয়ে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেল মিচেল স্যান্টনারের দল।

ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডের কেউ পাননি ব্যক্তিগত ফিফটি। ৩৬ বলে সর্বোচ্চ ৪৫ রান করেন ওপেনার মার্টিন গাপটিল। ছয়ে নেমে ১৭ বলে ৩২ রানে আউট হন জিমি নিশাম। এ ছাড়া ডারিল মিচেল ১৪ বলে ১৫, গ্লেন ফিলিপস ১৪ বলে ১৪ এবং ইশ সোধি ১০ বলে ১৯ রানে আউট হন। আয়ারল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নেন ফন বিক ও শারিজ আহমাদ।

মাঝারি মানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধসে পড়ে স্বাগতিকদের টপ অর্ডার। ১৫ রানের মধ্যে তিন উইকেট হারায় তারা। চতুর্থ উইকেটে ৪৯ রানের জুটিতে ধাক্কাটা প্রায় সামলে ওঠে আইরিশরা। কিন্তু জুটি ভাঙতেই ফের তাসের ঘরের মতো ভেঙে পড়ে স্বাগতিকরা। ১৬ বলে ২০ রানে স্কট এডওয়ার্ডের আউটে ভাঙে জুটি।

তিনে নামা বাস ডি লিড ৫৩ বলে ৬৬ রানে আউট হন। শেষ দিকে ছয় বলে ১১ রানে বিদায় নেন রায়ান ক্লেইন। আয়ারল্যান্ডের বাকি আট ব্যাটারের কেউ যেতে পারেননি দশকের ঘরে। ২৭ রানে চার উইকেট নিয়ে স্বাগতিকদের টপ অর্ডার গুঁড়িয়ে দিয়ে ম্যাচ সেরা হয়েছেন টিকনার। ২২ রানে তিনটি শিকার বেন সিয়ার্সের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close