ক্রীড়া ডেস্ক

  ২৭ জানুয়ারি, ২০২২

কোহলির উত্তরসূরি রোহিত-রাহুল

অধিনায়কত্ব নিয়ে বেশ ভালো ঝামেলাতেই পড়েছে বিসিসিআই। এত দিন সব সংস্করণে বিরাট কোহলি অধিনায়ক থাকলেও তার টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে পরিস্থিতি বদলে যায়। বোর্ডের শত অনুরোধেও গলানো যায়নি কোহলির মন। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ থেকে বিশ্বকাপের পরই দায়িত্ব ছেড়েছেন।

পরে কোহলির কাছ থেকে ওয়ানডের অধিনায়কত্বও নিয়ে নিয়েছে বিসিসিআই। বক্তব্য পরিষ্কার, সাদা বলের ক্রিকেটে দুজন অধিনায়ক রাখতে চায় না বোর্ড। সিদ্ধান্তটা যে কোহলি খুব ভালোভাবে নেননি, সেটা বোঝা গেছে পরবর্তী বিভিন্ন ঘটনায়।

সে ঘটনার সূত্র ধরে টেস্টের অধিনায়কত্বও ছেড়েছেন কোহলি। তাই এখন সব সংস্করণেই নতুন অধিনায়ক খুঁজতে হচ্ছে ভারতকে। ওয়ানডে আর টি-টোয়েন্টিতে রোহিত শর্মাকে দিয়ে সে ঝামেলা মেটানো গেলেও টেস্টের নতুন অধিনায়ক এখনো নিয়োগ দেওয়া হয়নি।

ফলে সাদা পোশাকে ভারতের পরবর্তী অধিনায়ক কে হবেন, তা নিয়ে চলছে এন্তার আলোচনা। কে পাবেন দায়িত্ব? রোহিত শর্মা, যশপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিন, লোকেশ রাহুল, ঋষভ পন্ত- নাম কম শোনা যাচ্ছে না।

আলোচনায় ভারতের সাবেক ও বর্তমান ক্রিকেটার তো বটেই, যোগ দিয়েছেন বিদেশি ক্রিকেটাররাও। দুদিন আগেই অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন জানিয়েছিলেন, ঋষভ পন্তকে যেন টেস্টের অধিনায়কত্ব না দেওয়া হয়। এবার অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভ স্মিথ জানিয়েছেন, ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক হিসেবে রোহিত শর্মা ও লোকেশ রাহুলই ‘ফেবারিট’।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে লাইভ সেশনে ভক্তদের প্রশ্নোত্তর পর্বে এই মন্তব্য করেন সদ্য অ্যাশেজজয়ী স্মিথ, ‘সবার আগে বিরাটকে অভিনন্দন জানাতে চাই, ৬-৭ বছর ধরে ও যেভাবে ভারতকে নেতৃত্ব দিয়ে গেছে। অসাধারণ কাজ করেছে। তবে আমার মনে হয়, আগামী দিনের জন্য রোহিত আর রাহুলই সবচেয়ে যোগ্য (ভারতকে টেস্টে নেতৃত্ব দেওয়ার জন্য)।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারের পর টুইটারে টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন কোহলি। শুধু ভারতীয় জাতীয় দলই নয়, এখন আর কোনো দলকেই নেতৃত্ব দিতে দেখা যাবে না কোহলিকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close