ক্রীড়া প্রতিবেদক

  ২৪ নভেম্বর, ২০২১

আবাহনীর মধুর প্রতিশোধ

লিগের প্রথম পর্বে মোহামেডান ৪-০ গোলে হারিয়েছিল আবাহনীকে। সুপার ফাইভের ফিরতি ম্যাচে আবাহনী সেই হারের মধুর প্রতিশোধ নিয়েছে। গতকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আবাহনী ৪-২ গোলে মোহামেডানকে হারিয়েছে।

এই ম্যাচ জিতলেও আবাহনীর লিগ শিরোপা জয়ের সম্ভাবনা নেই বললেই চলে। আবাহনী ইতোমধ্যে সুপার লিগের তিন ম্যাচ খেলেছে। তাদের আর একটি ম্যাচই বাকি সেটা আগামীকাল মেরিনার্সের বিপক্ষে। সেই ম্যাচে মেরিনার্স ড্র করলেই চ্যাম্পিয়ন হবে। ওই ম্যাচে আবাহনী জিতলে তখন তাকিয়ে থাকতে হবে মোহামেডানের দিকে। তারা মেরিনার্সকে হারালে তখন আবার তিন দলেরই ৩৯ পয়েন্ট হবে।

গতকাল আবাহনী জিতলেও গোলের বেশি সুযোগ পেয়েছিল মোহামেডানই। ১৫টি পেনাল্টি কর্নার ও একটি পেনাল্টি স্ট্রোক পেয়ে গোল করেছে মাত্র দুটি। নিজেদের ব্যর্থতার জন্যই মূলত আজকের এই হার সাদাকালোদের। অন্য দিকে আবাহনীর ডাচ খেলোয়ায়ড়রা খানিকটা জ্বলে উঠেছিলেন। লিগের প্রথম পর্বে অনুশীলন ছাড়া নামায় মোহামেডানের বিরুদ্ধে তারা ভালো কিছু করতে পারেননি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close