ক্রীড়া ডেস্ক

  ১১ সেপ্টেম্বর, ২০২১

ইংল্যান্ড-ভারতের শেষ টেস্ট বাতিল

ইংল্যান্ড ও ভারতের মধ্যকার পঞ্চম এবং শেষ টেস্ট বাতিল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ভারতের কোচিং স্টাফদের মাঝে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। গতকাল এক বিবৃতিতে বিষয়টি জানায় তারা।

ওভালে চতুর্থ টেস্ট চলাকালীন কোভিড-১৯ টেস্টে পজিটিভ হন ভারতের প্রধান কোচ রবিশাস্ত্রী। তাই আইসোলেশনে পাঠানো হয় তাকে। সতর্কতার অংশ হিসেবে তার সঙ্গে দলটির বোলিং কোচ ভারত অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধর ও ফিজিওথেরাপিস্ট নিতিন প্যাটেলকেও আইসোলেশনে পাঠানো হয়।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, গত দুই দিনে বিসিসিআই ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় ম্যানচেস্টার টেস্টে মাঠে নামা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন একাধিক ভারতীয় খেলোয়াড়। যদিও আগের পিসিআর টেস্টে ভারত দলের খেলোয়াড়দের নেগেটিভ ফল আসে। তবে দ্বিতীয় দফা পরীক্ষার ফল এখনো আসেনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close