ক্রীড়া ডেস্ক

  ০৪ আগস্ট, ২০২১

২০০ মিটারেও সেরা টম্পস

কেউই তেমন কোনো চ্যালেঞ্জ জানাতে পারল না এলেইন টম্পসনকে। ১০০ মিটারের মতো ২০০ মিটার স্প্রিন্টেও বিদ্যুৎ গতির এক দৌড়ে জ্যামাইকার এই তারকা ধরে রাখলেন মুকুট।

টোকিও অলিম্পিক স্টেডিয়ামের ট্র্যাকে গতকাল ২১ দশমিক ৫৩ সেকেন্ড সময় নিয়ে সেরা হন টম্পসন। ২১ দশমিক ৮১ সেকেন্ড টাইমিং নিয়ে রুপা পেয়েছেন নামিবিয়ার ক্রিস্টিন এমবোমা।

বিশ্বরেকর্ড বা অলিম্পিকের রেকর্ড। কোনোটিরই অবশ্য খুব একটা কাছাকাছি যেতে পারেননি টম্পসন। ২১ দশমিক ৩৪ সেকেন্ড সময় নিয়ে দুটি রেকর্ডই ১৯৮৮ সালের সিউল অলিম্পিকে গড়েছিলেন যুক্তরাষ্ট্রের ফ্লোরেন্স গ্রিফিত-জয়নার। তবে এ ইভেন্টে টম্পসনের টাইমিং এখন দ্বিতীয় সেরা।

যুক্তরাষ্ট্রের গ্যাব্রিয়েল থমাস ২১ দশমিক ৮৭ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পেয়েছেন। এ ইভেন্টেও হতাশা সঙ্গী হলো শেলি-অ্যান ফ্রেজার-প্রাইসের। ২১ দশমিক ৯৪ সেকেন্ড টাইমিং করে চতুর্থ হয়েছেন জ্যামাইকার এই তারকা স্প্রিন্টার।

গত শনিবার অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্টের একটি মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে ১০ দশমিক ৬১ সেকেন্ড সময় নিয়ে মুকুট ধরেন টম্পসন। ভাঙেন অলিম্পিকের ৩৩ বছরের পুরান রেকর্ড। টম্পসনের টাইমিং মেয়েদের ১০০ মিটারের ইতিহাসে দ্বিতীয় সেরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close