ক্রীড়া ডেস্ক

  ২৮ সেপ্টেম্বর, ২০২০

ভুল না করার প্রত্যয় জোকোভিচের

টেনিস কোর্টে আবেগ দেখানোর ধরন একেক জনের একেক রকম। মেজাজ নিয়ন্ত্রণে না রাখতে পারার কারণে সর্বশেষ যুক্তরাষ্ট্র ওপেনে চড়া মূল্য দিতে হয় নোভাক জোকোভিচকে। দুর্ঘটনাক্রমে লাইন জাজকে বল দিয়ে আঘাত করায় বহিষ্কৃত হন তিনি। ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরো সতর্ক থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন বিশ্বের এক নম্বর পুরুষ টেনিস খেলোয়াড়।

যুক্তরাষ্ট্র ওপেন থেকে অপ্রত্যাশিতভাবে বিদায় নেওয়া জোকোভিচের সামনে এখন ফ্রেঞ্চ ওপেন। আজ প্যারিসের রোঁলা গাঁরোতে প্রথম রাউন্ডের ম্যাচে তার প্রতিপক্ষ সুইডেনের মিকায়েল ওয়াইমার।

চলতি বছরের শেষ গ্র্যান্ড স্লামে খেলতে নামার আগে সার্বিয়ান তারকা বলেছেন, ‘অবশ্যই, কোর্টের আশপাশে বল মারার ক্ষেত্রে আমি বাড়তি সতর্কতা অবলম্বন করব। নিউইয়র্কে যা ঘটেছে, তা আমার মনে থাকবে। অনেক দিন পর্যন্ত সেটা মনে থেকে যাবে। অবশ্যই, একই ভুল যেন দ্বিতীয়বার না করি, তা আমি নিশ্চিত করব।’

যুক্তরাষ্ট্র ওপেনের শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে রাখা হচ্ছিল অপ্রতিরোধ্য গতিতে চলতে থাকা জোকোভিচকে। কিন্তু আসর থেকে তিনি বিদায় নেন বিস্ময়করভাবে। চতুর্থ রাউন্ডের ম্যাচের প্রথম সেটে ৬-৫ ব্যবধানে পিছিয়ে থাকায় বেশ হতাশ হয়ে পড়েছিলেন। আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে পকেট থেকে একটি বল বের করে র‌্যাকেট দিয়ে বেশ জোরের সঙ্গে কোর্টের পেছনের দিকে মারেন তিনি। অপ্রত্যাশিতভাবে সেটা গিয়ে লাগে এক নারী লাইন জাজের গলায়।

১৭টি গ্র্যান্ড স্লাম জয়ী জোকোভিচ যোগ করেছেন, ‘যা ঘটেছে, তা আমার ও আরো অনেক মানুষের জন্য বিশাল ধাক্কা ছিল। কিন্তু এটাই জীবন, এটাই খেলা। এ ধরনের ঘটনা ঘটতে পারে। কিন্তু সেটা কোর্টে আমি কেমন অনুভব করি, তার ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে আমি মনে করি।’

যুক্তরাষ্ট্র ওপেন থেকে বিদায় নেওয়ার পরপরই ইতালিয়ান ওপেন জিতেছেন জোকো। তবে কোয়ার্টার ফাইনাল চলাকালে নিজের ওপর ক্ষেপে গিয়ে র‌্যাকেট ভাঙেন। সাবধানতা অবলম্বন করলেও সামনের দিনগুলোতে আবেগ প্রকাশে রাশ টানবেন না তিনি, ‘কোর্টের ভেতরে যতটা সম্ভব কম নেতিবাচক প্রতিক্রিয়া দেখানোর চেষ্টা করি আমি। কিন্তু এটা ঘটে যায়। সে কারণে আমি নিজের ওপর কঠোর হচ্ছি না। যা ঘটেছে, তা মেনে নিয়ে নিজেকে ক্ষমা করে দিয়েছি এবং সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close