ক্রীড়া ডেস্ক

  ১২ আগস্ট, ২০২০

কোচিং থেকে দূরে ম্যারাডোনা

করোনা-সংক্রমণ এড়াতে ২১ দিনের জন্য জিমনেসিয়া ডে লা প্লাটার দূরে থাকবেন দলটির কোচ ডিয়েগো ম্যারাডোনা। মূলত সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপজয়ী কিংবদন্তিকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি।

চলতি সপ্তাহে লম্বা করোনা বিরতি এড়িয়ে অনুশীলনে ফিরেছে আর্জেন্টাইন সুপারলিগার দলগুলো। অনুশীলনে নামার আগেই ১৭ ফুটবলারের করোনা টেস্টে পজিটিভ হওয়ায় শারীরিকভাবে স্থূল ম্যারাডোনাকে নিয়ে শঙ্কায় জিমনেসিয়া।

‘আমার পরামর্শ হচ্ছে শুরুর কয়েক সপ্তাহ ম্যারাডোনার অনুশীলনে না আসাই ভালো।’ ক্লাবের কোচ নিয়ে এমন শঙ্কা জিমনেসিয়ার চিকিৎসক পাবলো ডেল কম্পেয়েরের।

‘ম্যারাডোনা ভীষণ ঝুঁকিতে আছেন। তার অনেক সমস্যা যেমন স্থূলতা, উচ্চরক্তচাপ আছে। তার এখন ৬০ বছর বয়স, কয়েক দিন আগে অপারেশন টেবিল থেকে উঠে এসেছেন।’

১৯৯৭ সালে ফুটবল থেকে অবসরে যাওয়ার পর একাধিক গুরুতর শারীরিক সমস্যার মধ্য দিয়ে গেছেন আলবিসেলেস্তেদের কিংবদন্তি ম্যারাডোনা। অতীতে মাদকসেবী হওয়ায় ২০০৪ সালে ফুসফুসে পানি ও শ্বাসকষ্ট নিয়ে লম্বা সময় হাসপাতালে ছিলেন। অতিরিক্ত ওজন কমানোর জন্য দুবার তাকে গ্যাস্ট্রিক বাইপাস অপারেশনের মধ্য দিয়ে যেতে হয়েছে। সম্প্রতি মাত্রাতিরিক্ত পানাসক্তির কারণে চিকিৎসাও নিতে হয়েছে।

আসছে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত জিমনেসিয়ার সঙ্গে চুক্তি বাড়িয়েছেন ম্যারাডোনা। বিরতির আগে অবনমন অঞ্চলে লড়তে থাকা ক্লাবটি করোনার কল্যাণে আগামী দুই মৌসুমে শীর্ষ লিগেই খেলবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close