ক্রীড়া ডেস্ক

  ১৭ জানুয়ারি, ২০২০

বাংলাদেশ সিরিজে ফিরলেন মালিক-হাফিজ

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য কাল দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির সংবাদমাধ্যম সরফরাজ আহমেদের ফেরার প্রত্যাশা করলেও ১৫ সদস্যের দলে জায়গা হয়নি সাবেক এ অধিনায়কের। তবে দলে ফিরেছেন পাকিস্তানের দুই বর্ষীয়ান অলরাউন্ডার শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজ। কাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের দল ঘোষণা করেন প্রধান কোচ এবং নির্বাচক মিসবাহ-উল হক।

নতুন মুখ ও অভিজ্ঞদের সমন্বয়ে শক্তিশালী দল গড়েছে পাকিস্তান। যে দলকে নেতৃত্বে বাবর আজম। তিন নতুন মুখ আহসান আলি, আমাদ বাট ও হারিস রউফ। এদের মধ্যে রউফ বিগ ব্যাশে কিছুদিন আগে বল হাতে ঝড় তুলেছেন। আক্ষরিক অর্থেই গতির ঝড় তোলা রউফ ঘণ্টায় ১৫০ কিলোমিটার/ঘণ্টা গতিতে বল করেছেন। একটি হ্যাটট্রিকসহ ৭ ম্যাচে পেয়েছেন ১৬ উইকেট।

দল নিয়ে মিসবাহ বলেন, ‘সাম্প্রতিক সময়ে হারের বৃত্ত থেকে বেরোতে আমরা নতুন ও অভিজ্ঞদের মিশ্রণ ঘটিয়েছি স্কোয়াডে।’ টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে শীর্ষস্থানীয় দল হলেও সাম্প্রতিককালে তাদের পারফরম্যান্স খুব একটা ভালো নয়। গত বছর ১০ ম্যাচ খেলে ৮টিতেই হেরেছে পাকিস্তান।

বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে দীর্ঘদিন ধরে চলা অনিশ্চয়তা সম্প্রতি কেটে গেছে। তিন মাসে তিন দফায় পাকিস্তান সফর করবে টাইগাররা। প্রথম দফায় চলতি মাসের ২৪, ২৫ ও ২৭ তারিখে লাহোরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর রাওয়ালপিন্ডিতে ৭-১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট, করাচিতে ৩ এপ্রিল একমাত্র ওয়ানডে এবং ৫-৯ এপ্রিল করাচিতেই গড়াবে দ্বিতীয় টেস্ট। সফর সামনে রেখে আগামী রোববার থেকে অনুশীলন ক্যাম্প শুরু করবে টাইগাররা।

পাকিস্তানের টি-টোয়েন্টি দল : বাবর আজম (অধিনায়ক), আহসান আলি, আমাদ বাট, হারিস রউফ, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, মুসা খান, শাদাব খান, শাহিন আফ্রিদি, শোয়েব মালিক ও উসমান জাভেদ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close