ক্রীড়া ডেস্ক

  ১৯ জুন, ২০১৯

এখনই অবসর নিয়ে ভাবছেন না মাশরাফি

চলতি বিশ্বকাপটা নিজের শেষ বিশ্বকাপ হলেও এখনই অবসরের কথা ভাবছেন না বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আর সমালোচনাকেও নেতিবাচকভাবে নিচ্ছেন না তিনি। কাল দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে মাশরাফি এ কথা জানান। বলেন, ‘পারফরম্যান্স দিয়েই সব সমালোচনার জবাব দিতে চাই।’

সাত-সাতবার পায়ে অস্ত্রোপচার সত্ত্বেও এখনো দেশের জন্য ক্রিকেট ময়দানে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। ক্রিকেট বিশ্বে এমন বিরল ঘটনা মাশরাফি বাদে অন্য কারো সঙ্গে ঘটেনি। তবে ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে নিন্দুকদের ছোঁড়া তীরে বিদ্ধ হচ্ছেন। এ বিষয়ে মাশরাফি বলেন, ‘খেলোয়াড়দের জীবনে এ ধরনের পরিস্থিতি আসেই। এগুলো স্বাভাবিকভাবেই নিচ্ছি আমি।’

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি। এ ছাড়া এখনো পর্যন্ত তিনিই দেশসেরা পেসার। ভক্তদের মধ্যে স্বাভাবিকভাবেই কৌতূহল এবারের বিশ্বকাপের পর মাশরাফি ক্রিকেট খেলা চালিয়ে যাবেন কি না। এ ব্যাপারে মাশরাফি বলেন, ‘এটা আমার শেষ বিশ্বকাপ। তবে এখনই আমি খেলা থামিয়ে দেব, তা কখনো বলিনি।’

অধিনায়ক হিসেবে মাশরাফি পাঁচ বছরের বেশি সময় ধরে নেতৃত্বে আছেন। নিজের সন্তুষ্টির জায়গা হিসেবে মাশরাফি বলেন, ‘আমি কখনো হাল ছেড়ে দিয়ে হার মেনে নিইনি। আমি আমার স্বপ্নের জন্য লড়াই চালিয়ে গিয়েছি।’ হয়তো অদূর ভবিষ্যতে মাশরাফি খেলা ছেড়ে দেবেন। তবে বাংলাদেশ দলকে অনন্য উচ্চতায় দেখতে চান ‘নড়াইল এক্সপ্রেস’।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close