ক্রীড়া প্রতিবেদক

  ২০ জানুয়ারি, ২০১৯

বাংলাদেশ প্রিমিয়ার লিগ

আবাহনী-সাইফের শুভ সূচনা

কষ্টের জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করেছে চট্টগ্রাম আবাহনী। নাইজেরিয়ান ফরওয়ার্ড আওয়ালা মাগালানের গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ১-০ ব্যবধানে হারিয়েছে বন্দর নগরীর দলটি।

কাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরুর ৯ মিনিটে গোলবঞ্চিত হয় চট্টগ্রাম আবাহনী। গাম্বিয়ার মিডফিল্ডার মোমোদু বাহর লম্বা পাস থেকে পাওয়া বলে ফাহিম মোরশেদের নেওয়া শট ফিরে আসে পোস্টে লেগে।

২৪ মিনিটে জাপানের মিডফিল্ডার ইউসুকে কাতোর শট ক্রসবারের ওপর দিয়ে গেলে এগিয়ে যাওয়া হয়নি মুক্তিযোদ্ধারও। ৫০ মিনিটে মাগালানের ফ্রি-কিকে বল জালে গেলে এগিয়ে যায় গত লিগে তৃতীয় হওয়া চট্টগ্রাম আবাহনী। ৬৬ মিনিটে মুক্তিযোদ্ধার বালো ফামুসার শট মোহাম্মদ নেহাল ফিস্ট করেন। পরের মিনিটে কর্নারে ইউনুসা কামারার হেডও ফেরান এই গোলরক্ষক।

ম্যাচের বাকিটা সময়ে সমতায় ফিরতে একের পর এক চেষ্টা করেও সফল হয়নি মুক্তিযোদ্ধা। ৬৭ মিনিটে কামারার হেড লক্ষ্যভ্রষ্ট হয়। ৮৪ মিনিটে ফামোসার শট ফিরে আসে পোস্টে লেগে।

এদিকে রহমত মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে হারিয়ে প্রিমিয়ার লিগে শুভ সূচনা করেছে সাইফ স্পোর্টিং ক্লাব।

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে কাল ২-১ গোলে জিতেছে সাইফ স্পোর্টিং।

১৫ মিনিটে সতীর্থের লম্বা পাসে গোলরক্ষককে কাটানোর পর তালগোল পাকিয়ে বল লক্ষ্যে রাখতে পারেননি রহমতগঞ্জের কঙ্গোর ফরওয়ার্ড সিও জুনাপিও। প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকা সাইফ স্পোর্টিং এগিয়ে যায় ৩৭ মিনিটে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে। বাঁ-দিক থেকে সতীর্থের বাড়ানো কাট ব্যাকে পা ছুঁইয়ে জাল খুঁজে নেন জাবেদ খান।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে নেয় গত লিগে চতুর্থ হওয়া সাইফ স্পোর্টিং। দক্ষিণ কোরিয়ান ফরওয়ার্ড পার্কের ডিফেন্স চেরা পাসে মেহেবুব হাসান নয়নের ভলি চোখের পলকে জালে জড়ায়। ৯০ মিনিটে সফল স্পট কিকে ব্যবধান কমান রহমতগঞ্জের মিডফিল্ডার ফয়সাল আহমেদ। ডি-বক্সের মধ্যে সাইফের এক খেলোয়াড়ের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। রহমতগঞ্জ স্পট কিক থেকে গোল করলেও আর বাকি সময়ে ম্যাচে ফিরতে পারেনি।

ফলাফল

চট্টগ্রাম আবাহনী ১

মুক্তিযোদ্ধা সংসদ ০

সাইফ স্পোর্টিং ২

রহমতগঞ্জ ১

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close