ক্রীড়া ডেস্ক

  ২৩ জুন, ২০১৮

এমন বিদায়ে খুশি পেরু

মাঠের সব জায়গায় আধিপত্য ছিল পেরুর। কিন্তু ফুটবল শেষ পর্যন্ত গোলের খেলা। সেই আসল কাজটি করেছে ফ্রান্স। একতারিনবার্গে কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলে পেরুকে হারিয়ে উঠে গেছে দ্বিতীয় রাউন্ডে। অন্যদিকে দৃষ্টিনন্দন ফুটবল খেলার পরও আক্রমণভাগের ব্যর্থতার কারণে ঘরে ফিরে যেতে হচ্ছে লস ইনকাসরা।

পেরুর শেষ ষোলোর স্বপ্ন শেষ হয়ে গেছে। তবে রিকার্ডো গারেকার শিষ্যদের সাহসী লড়াই সবার মন জয় করে নিয়েছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে গারেকা বলেন, ‘অবিশ্বাস্যভাবে দর্শকরা আমদের পাশে ছিল। কিন্তু এমন বিদায়ে আমরা ব্যথিত। মাঠে আমরা লড়াই করে হেরেছি। ফলটা আমার পক্ষে যায়নি। আমাদের পাশে থাকার জন্য সমর্থকদের ধন্যবাদ।’ রাশিয়া বিশ্বকাপে এক ম্যাচ হাতে রেখে তৃতীয় দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে উঠায় ‘সন্তুষ্ট’ হয়েছেন ফরাসী কোচ দিদিয়ের দেশম। সেই সঙ্গে প্রশংসা করেছেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপে গোল করা সর্বকনিষ্ট ফুটবলার কিলিয়ান এমবাপ্পের। নিয়মরক্ষার ম্যাচে পেরু গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ২৬ জুন। ফিস্ট স্টেডিয়ামে ‘সি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অন্যদিকে একই দিনে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে লুঝনিকি স্টেডিয়ামে ফ্রান্স মুখোমুখি হবে ডেনমার্কের বিপক্ষে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist