ক্রীড়া ডেস্ক

  ১৫ মে, ২০১৮

ইতিহাস গড়া হলো না বার্সার

চলতি মৌসুমে বার্সেলোনার আর বাকি ছিল দুই ম্যাচ। পরপর দুই ম্যাচে জিতলেই প্রথমবারের মতো লিগে প্রথম দল হিসেবে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়তো কাতালানরা। কিন্তু ৩৭তম ম্যাচে এসে পা ফসকালো এরনেস্তো ভালভার্দের শিষ্যদের। পরশু লিওনেল মেসিবিহীন বার্সেলোনাকে অঘটন ঘটিয়ে লা লিগায় লেভান্তে জয় পেয়েছে ৫-৪ গোলে। এই মৌসুমে বার্সার এটি প্রথম হার।

পরশু লেভান্তের বিপক্ষে মাঠে নামেননি মেসি। আর সেই সুযোটা কাজে লাগায় লেভান্তে। ইমানুয়েল বোয়াটাংয়ের হ্যাটট্রিকে বার্সাকে আকাশ থেকে মাঠিয়ে নামিয়ে দিলো স্বাগতিকরা। ২০০৫ সালের পর এই প্রথম কোন খেলোয়াড় বার্সার বিপক্ষে হ্যাটট্রিক করলো। বার্সার হয়ে ফিলিপ্পে কুতিনহোও প্রথম হ্যাটট্রিক করেছেন। কিন্তু তার হ্যাটট্রিকটি কেবল ব্যবধান কমাতেই গোল ব্যবধান কমাতেই সাহায্য করেছে। রোমাঞ্চকর ম্যাচে পরশুর ভালভার্দের দলকে প্রথম ধাক্কাটা দেন বোয়েটাং। ৯ মিনিটে গোল করার পর তিনি ব্যবধানটা দ্বিগুণ করেন ৩০ মিনিটে। পরে ৩৮ মিনিটে একটি গোল শোধ করেন কুতিনহো। ৪৬ মিনিটে লেভান্তেকে তৃতীয় গোল এনে দেন বার্ধি। ৪৯ মিনিটে বোয়েটাংয়ের হ্যাটট্রিক গোলে ৪-১ গোলে পিছিয়ে পড়ে বার্সা। এরপর ৫৬ দলের পঞ্চম গোল করেন বার্ধি। পাঁচ গোলে পিছিয়ে পড়ে ঘোর কাটে বার্সার। ৫৯ মিনিটে ব্যবধান কমানো গোল করেন কুতিনহো। ৬৪ মিনিটে বার্সার জার্সিতে প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ৭১ মিনিটে পেনাল্টি থেকে গোল ব্যবধানটা ৪-৫ করেন সুয়ারেজ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist