ক্রীড়া ডেস্ক

  ০১ মার্চ, ২০১৮

আফগানদের জয়ে দৌলতের হ্যাটট্রিক

জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নিজেদের ক্ষমতার আগেই জানান দিয়েছে আফগানিস্তান। বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ শুরুর আগে দারুণ ফর্মে

রয়েছে দলটি।

২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে আগামী মাসের শুরুতেই বাছাইপর্বের লড়াইয়ে নামবে আফগানরা। তার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলছে দলটি। পরশু প্রথম প্রস্তুতি ম্যাচে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে ২৯ রানে হারিয়েছে আফগানিস্তান।

আফগানদের হয়ে এই ম্যাচে দারুণ এক হ্যাটট্রিকে দলের জয়ে ভ‚মিকা রাখেন দৌলত জাদরান। হোক না প্রস্তুতি ম্যাচ, বিশ্বকাপ বাছাইয়ের আগে এমন ঝাঁঝালো পারফরম্যান্সে প্রতিপক্ষকে এক ধরনের বার্তা দিয়ে রাখল আফগান বোলাররা।

ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ২০তম ওভারে শেষ তিন বলে তিনটি উইকেট শিকার করেন দৌলত। ওভারের চতুর্থ বলে সিমরন হেটমায়ারকে নাজিবুল্লাহ জাদরানের হাতে ক্যাচ দিয়ে বিদায় করেন দৌলত জাদরান। পঞ্চম বলে উইন্ডিজ ক্রিকেটার রবম্যান পাওয়েলকে ফেরান তিনি। আর ওভারের শেষ বলে কার্লোস ব্রাফেটকে এলবিডবিøউর ফাঁদে ফেলে হ্যাটট্রিক পূরণ করেন জাদরান।

জিম্বাবুয়ের হারারেতে বৃষ্টিবিঘিœত ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৩৫ ওভারে ৯ উইকেটে ১৬৩ রান করে আফগানিস্তান। বৃষ্টির কারণে ডিএল মেথডে ওয়েস্ট

ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ৩৫ ওভারে ১৪০। কিন্তু আফগান বোলারদের দাপটে ২৬.৪ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১১০ রান করতে সক্ষম হয় ক্যারিবীয়রা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist