আসাদুজ্জামান খান মুকুল

  ১৬ মার্চ, ২০২৪

মুজিব তুমি

স্বাধীনতা প্রিয় মানুষ

ছিলে মুজিব তুমি,

স্বপ্ন ছিল মাতৃভূমি

করবে স্বাধীন ভূমি।

পাকিস্তানি শোষণ জ্বালা

সইছে না তাই প্রাণে,

বাঙালিদের মুক্তির কথাই

ছিল কথায় গানে।

সাতই মার্চে রেসকোর্সে

দিলে অগ্নি ভাষণ,

বজ্রনাদে আকাশ কাঁপে

কাঁপে স্বৈর আসন।

ডাক দিয়েছো স্বাধীনতার

করতে হবে লড়াই,

ভাঙতে হবে পাকিস্তানের

শিয়াল-শকুনের বড়াই।

তোমার ডাকে বীর বাঙালি

অস্ত্র হাতে ধরে,

বুকের রক্ত ঢেলে তারা

বিজয় আনে ঘরে।

শ্রদ্ধা জানাই মহান নেতা

মুজিব তোমার প্রতি,

তুমি বিনে বাঙালিদের

ছিল না যে গতি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close