অপু চৌধুরী

  ০২ মার্চ, ২০২৪

তুলতুলি ও জারা

সেদিন ভোরে শীতের শিশির

হাসছিল খুব সুখে

রোদগুলোকেও লাগছিল লাল

টুকটুকে টুকটুকে।

বাগান জুড়ে হাসতে ছিল

হলুদ গাঁদার কলি

পাখনা মেলে উড়তে ছিল

মউ প্রিয় সব অলি।

জানলা খুলে দেখে সেসব

তুলতুলি ও জারা

দাদুর সঙ্গে বায়না ধরে

কোনো শর্ত ছাড়া-

নিয়ে যেতে হবে তাদের

ফুল-কলিদের কাছে

ঊষার আলোয় খেলবে বাগে

দেখবে শিশির গাছে।

কোন সে মোহে রূপোর শিশির-

ভোর জাগা ফুলকলি

আদর দিয়ে ডেকে আনে

নিদ ভেঙে সব অলি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close