নকুল শর্ম্মা

  ১৭ ফেব্রুয়ারি, ২০২৪

শোকের ফেব্রুয়ারি

কেমন করে ভুলি বলো

একুশ ফেব্রুয়ারি?

বায়ান্নতে বাংলা জুড়ে

ভাষার হুঁশিয়ারি।

ভাষার জন্য শহীদ হলো

তরুণ তাজা প্রাণ,

আজও তাদের রক্তে ছড়ায়

গোলাপ কলির ঘ্রাণ।

মায়ের ভাষায় কথা বলার

যাদের অবদান,

হাজার মানিক রতন দিয়ে

হয় না প্রতিদান।

বাবার কান্নার করুণ গাথা

মায়ের আহাজারি,

একুশ এমন রক্ত গোলাপ

শোকের ফেব্রুয়ারি।

দুঃখ ব্যথা সব ভুলে যাই

মায়ের ভাষার দানে,

বিশ্বের বুকে বাংলা ভাষা

ফেব্রুয়ারির গানে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close