জাকির আজাদ

  ১৭ ফেব্রুয়ারি, ২০২৪

একুশ মানে

একুশ মানে মায়ের ভাষা

ফেরত আনার দিন,

গুলি খেয়ে রক্ত দিল

সেই মহানদের দিন।

একুশ মানে বাদণ্ডপ্রতিবাদ

আঘাত হানার দিন,

সন্তানহারা ভাই হারানো

স্মৃতি মানার দিন।

একুশ মানে মায়ের ভাষায়

মাকে ডাকার দিন,

রক্তে কেনা মায়ের ভাষা

জাগুরুক রাখার দিন।

একুশ মানে রাজপথ জুড়ে

আলপনা আঁকার দিন,

শত শ্রদ্ধায় শহীদ মিনার

ফুলে ঢাকার দিন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close