আহমাদ মুস্তাকীম

  ০৬ এপ্রিল, ২০১৯

ঘুম ভেঙে যায় ঘুম

শিউলি বকুল জুঁই কামিনী

টগর গোলাপ ফুল

রোজ সকালে মনের ভেতর

বাধায় হুলুস্থূল।

গন্ধরাজের গন্ধ আবার

চম্পাকলির চুম

গোলাপ রানির মধুর ছোঁয়ায়

ঘুম ভেঙে যায় ঘুম।

ঘ্রাণ ছড়িয়ে ডাকে যখন

আয়রে খোকা আয়

ডানপিটে এই মনটা তখন

বেঁধে রাখা যায়?

ওদের সঙ্গেই দস্যিপনায়

দিন হয়ে যায় পার

দিবস শেষে মনটা আমার

যায় হয়ে যায় ভার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close