আন্তর্জাতিক ডেস্ক

  ২৬ জুলাই, ২০২০

করোনাভাইরাস

যুক্তরাষ্ট্রে টানা ৩ দিন প্রায় ১১০০ মৃত্যু

যুক্তরাষ্ট্রে টানা তিন দিন ধরে করোনাভাইরাসে ১ হাজার ১০০ এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার মারা গেছে ১ হাজার ১১৮ জন। এর আগে গত বুধবার মৃতের সংখ্যা ছিল ১ হাজার ১৩৫ এবং তার আগে গত মঙ্গলবার ছিল ১ হাজার ১৪১ জন। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে সংক্রমণ বেড়ে যাওয়ায় মৃত্যুও বাড়ছে। গত বৃহস্পতিবার বেশি মানুষের মৃত্যু ঘটেছে টেক্সাস, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা এবং টেনিসিতে। গত মে মাসে যুক্তরাষ্ট্রের বহু রাজ্যে বিধিনিষেধ উঠে যাওয়ায় জুন থেকেই করোনার সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। জুলাইয়ে এসে বেড়ে গেছে মৃত্যু। রয়টার্সের পরিসংখ্যান অনুযায়ী, জুলাইয়ে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১৭ টি রাজ্যে কোভিড-১৯ এ দৈনিক মৃত্যুর রেকর্ড ভেঙেছে। যদিও মৃতের এ সংখ্যা এপ্রিলের তুলনায় এখনো কম। ওই সময় দেশটিতে গড়ে দিনে ২ হাজার মানুষের মৃত্যু হচ্ছিল। বিশ্বে করোনাভাইরাসে সবচেয়ে বিপর্যস্ত ২০টি দেশের মধ্যে মাথাপিছু মৃত্যুর হিসাবে যুক্তরাষ্ট্র এখন ষষ্ঠ স্থানে উঠে এসেছে। দেশটিতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যাও বৃহস্পতিবার ৪০ লাখ ছাড়িয়ে গেছে। জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে প্রথম রোগী শনাক্ত হওয়ার পর এই প্রথম সংক্রমণ এত বাড়ল। পরিসংখ্যানে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে মহামারি শুরুর পর শনাক্ত রোগীর সংখ্যা ১০ লাখে পৌঁছাতে সময় লেগেছিল ৯৮ দিন। আর এখন মাত্র ১৬ দিনেই সংক্রমণ ৩০ লাখ থেকে বেড়ে ৪০ লাখ হয়েছে। সংক্রমণের এই হার বলছে, প্রতি ৮২ জন মার্কিনির মধ্যে অন্তত একজন কোনো না কোনো সময় ভাইরাস আক্রান্ত হয়েছে। যুক্তরাষ্ট্রজুড়ে গড়ে প্রতি ঘণ্টায় এখন ২ হাজার ৬০০ এরও বেশি মানুষ ভাইরাস সংক্রমিত হচ্ছে। মহামারি বিস্তারের শুরুর দিকে সবচেয়ে খারাপ অবস্থা ছিল নিউইয়র্কে। সেখানে পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে এলেও ভাইরাস ছড়িয়ে পড়েছে সারা দেশে। বেশিরভাগ অঙ্গরাজ্যেই হাসপাতালগুলোতে রোগী উপচে পড়ছে। অথচ কীভাবে এ মহামারি নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে ফেডারেল সরকার, অঙ্গরাজ্য, গভর্নর এবং স্থানীয় প্রশাসনের মধ্যে চরম মতবিরোধ চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close