আন্তর্জাতিক ডেস্ক

  ০২ সেপ্টেম্বর, ২০১৯

আফগানিস্তানে মার্কিন সেনা নিহত

আফগানিস্তানে অভিযান চালানোর সময় এক মার্কিন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ন্যাটো নেতৃত্বাধীন মিশন। তবে তার মৃত্যু কীভাবে হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

নাইন ইলেভেনের হামলার পর ২০০১ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নির্দেশে আফগানিস্তানে মার্কিন অভিযান শুরু হয়। আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ অভিযান শেষ হয় ২০১৪ সালে। তবে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী এখনো আফগান সেনাদের সহায়তা দিয়ে যাচ্ছে। আফগানিস্তানে এখনো ১৪ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

গত শুক্রবার দেশটিতে নিয়োজিত সেনা কমানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে এই নিহত হওয়ার ঘটনা ঘটল। এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, মার্কিন প্রতিরক্ষা দফতরের নিয়মানুযায়ী ২৪ ঘণ্টা ওই নিহতের কোনো পরিচয় জানানো হচ্ছে না।

এর আগে গত সপ্তাহেই দুজন মার্কিন সেনা হত্যার দায় স্বীকার করেছিল তালেবান। চলতি বছর এই নিয়ে ১৭ জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close