আন্তর্জাতিক ডেস্ক

  ০৭ জানুয়ারি, ২০১৮

জমানো কয়েন দিয়েই বিএমডব্লিউ!

কয়েন জমিয়ে সেই টাকা দিয়ে বিএমডব্লিউ কেনা! ব্যাপারটা অদ্ভুত বটে! তবে এই অদ্ভুত কাজটি করেছেন চীনের এক ব্যবসায়ী। ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, কয়েক বছর ধরে ওই ব্যবসায়ী চীনা মুদ্রা ইয়ান কয়েন জমা করেন। এরপর কয়েনগুলো বাক্সবন্দি করে সোজা চলে যান দোকানে। কিনে ফেলেন ৪৫ হাজার পাউন্ডের একটি ব্র্যান্ড নিউ বিএমডব্লিউ।

চীনের ফুজিয়ান প্রদেশের দোকানের সেলস ম্যানেজার জু বলেন, ‘তিনি পাইকারি ব্যবসায়ী। গাড়িটি কেনার পর প্রথম কিস্তির অর্থ কয়েনে পরিশোধ করবেন বলে আমাদের বলেন। তা-ও আবার প্রতিটি ৫ ইয়ানের কয়েন। তবে এ কথা ঠিক, তিনি দীর্ঘদিন ধরে ওই কয়েনগুলো জমা করেছেন। সব মিলে ৭০ হাজার ইয়ান হবে। গাড়ির প্রথম কিস্তি সাত হাজার ৯৫৪ পাউন্ড শেষমেশ এই কয়েন দিয়েই শোধ করেছেন তিনি।’ ১০টি বাক্সের মধ্যে থাকা কয়েনগুলো ওই ব্যবসায়ীর বাড়ি থেকে নিয়ে আসেন দোকানের বেশ কয়েকজন কর্মচারী। আনার পর সেগুলো দোকানের মেঝেতে ঢালা হয়। সেলসম্যানদের একটা গ্রুপ কয়েনগুলো কয়েক ঘণ্টায় গুনে শেষ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist