মারুফ আহমেদ, কুমিল্লা

  ০২ এপ্রিল, ২০২৩

কুমিল্লায় একটি দেয়ালচিত্রণ

কুমিল্লায় একটি দেয়ালেই বাংলাদেশের ইতিহাস ও জন্মকথা। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে স্বাধীনতাযুদ্ধ, ধানমন্ডির বাড়ির সিঁড়িতে বঙ্গবন্ধুর মরদেহ, ৭৫-পরবর্তী স্বৈরশাসন। কুমিল্লা সরকারি কলেজের প্রবেশপথের দেয়ালে চোখে পড়বে এমন চিত্রকর্ম।

দেয়ালজুড়ে এই নান্দনিক চিত্রকর্ম ইতিবাচক সাড়া ফেলেছে শিক্ষার্থী ও নগরবাসীর মধ্যে। চিত্রকর্মের নাম দেওয়া হয়েছে বাংলাদেশের জন্মকথা। কুমিল্লা সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগেই আঁকা হয়েছে এই চিত্রকর্ম। দেশের ইতিহাস শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে এই উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন ছাত্রলীগ নেতারা। শিল্পী তার রংতুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছেন দেশের ইতিহাসের চিত্র। প্রতিদিন কলেজ শিক্ষার্থীদের পাশাপাশি, স্থানীয় বাসিন্দারাও চিত্রকর্ম দেখতে ভিড় করছেন আগ্রহ নিয়ে। পরিত্যক্ত দেয়ালে দেশের ইতিহাসসমৃদ্ধ এমন চিত্রকর্ম দেখে আনন্দিত শিক্ষার্থীরা।

কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আদিবা মীরান বলেন, ‘আমাদের পাঠ্যবইয়ে দেশের যে ইতিহাস জেনেছি তারই চিত্র কলেজের গেটে দেয়ালে ফুটে উঠেছে। এর মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম দেশের ইতিহাস সম্পর্কে জানতে পারবে। চিত্রকর্মগুলো দেখে আমরা ইতিহাস জানতে পারব, জ্ঞান সমৃদ্ধ করতে পারব। আমরা কুমিল্লা সরকারি কলেজের ছাত্রছাত্রীরা এই চিত্রকর্ম দেখে খুব আন্দিত, অভিভূত। এটা প্রশংসনীয় উদ্যোগ, অনেক ভালো লেগেছে।’

কলেজ ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ সাকিব ও যুগ্ম আহ্বায়ক রাব্বি হোসেন মিঠু বলেন, ‘বাংলাদেশের ইতিহাসের সঙ্গে ছাত্রলীগের ইতিহাস জড়িয়ে আছে। আমরা চেষ্টা করেছি সেই ইতিহাসকে এই প্রজন্মের সামনে তুলে ধরতে। নিজস্ব খরচে এই চিত্রকর্ম তৈরি করেছি। কারণ, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ বাংলাদেশ ছাত্রলীগ। আমরা সেই ছাত্রলীগের প্রতিনিধিত্ব করছি।’

শিল্পী জোনায়েদ মোস্তফা বলেন, কলেজ ছাত্রলীগের সাকিব-মিঠু যখন তাদের পরিকল্পনার কথা আমাকে বললেন, আমি ও আমার স্ত্রী এক কথায় রাজি হয়ে যাই। দেশের ইতিহাস চিত্র নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে আমরাও আগ্রহী হই। ৫২-এর ভাষা আন্দোলনের আগে আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল পাকিস্তানিরা। তাই চিত্রকর্মের শুরুতে একজন মানুষের মুখবয়ব এঁকেছি। যার মুখ সেলাই করা। তারপর ভাষা আন্দোলন, শহীদ মিনার, ৬৯-এর গণ-অভ্যুত্থান, ৭০-এর নির্বাচন এবং ৭১ সালের স্বাধীনতাযুদ্ধ, স্বাধীনতাণ্ডপরবর্তী বঙ্গবন্ধুকে হত্যা, ৯০-এর স্বৈরশাসন এক দেয়ালে সবই তুলে ধরেছি।’ এই চিত্রকর্মের জন্য কোনো পারিশ্রমিক গ্রহণ করেননি বলে জানান শিল্পী জুনায়েদ মোস্তফা। পাঠ্যবইয়ের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাসকে সহজে তুলে ধরতে এই আয়োজন, বলছেন তিনি।

শিল্পী জোনায়েদ মোস্তফার স্ত্রী জানভী তীনা বলেন, ‘দেয়ালে এই চিত্র আঁকতে আমাদের দুজনের (স্বামী-স্ত্রী) অন্তত ৭২ ঘণ্টা সময় ব্যয় হয়েছে। আমরা এই কাজের জন্য কোনো পারিশ্রমিক গ্রহণ করিনি।’

স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা বলেন, ‘এটি নিঃসন্দেহে কুমিল্লা সরকারি কলেজ ছাত্রলীগের প্রশংসনীয় একটি কাজ।’ বায়ান্নর ভাষা আন্দোলন থেকে স্বাধীনতাযুদ্ধ, ধানমন্ডির বাসভবনের সিঁড়িতে বঙ্গবন্ধুর মরদেহ, ৯০-পরবর্তী স্বৈরশাসন- এসব মিলিয়ে একটি দেয়ালে ফুটে উঠেছে সমগ্র বাংলাদেশের ইতিহাসের চিত্র।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close