নিজস্ব প্রতিবেদক

  ২০ মার্চ, ২০২৩

অস্ট্রেলিয়াকাণ্ড

থানায় নিরাশ শাকিব, বুবলী খুললেন মুখ

ক’দিন ধরেই ঢালিউড পাড়া মেতে আছে অভিযোগ-মামলা-গ্রেপ্তার এসব ইস্যুতে। রহমত উল্লাহ নামের একজন প্রযোজক চলচ্চিত্র শিল্পী সমিতিসহ এফডিসির কয়েকটি সংগঠনে শাকিব খানের বিরুদ্ধে অপেশাদার আচরণ, চুক্তিভঙ্গ ও শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন। সেই অভিযোগপত্রে তিনি এ-ও জানান, ২০১৮ সালে নাকি অস্ট্রেলিয়া পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন শাকিব।

ঘটনার পাঁচ বছর হয়ে গেলেও এ বিষয়ে এত দিন কোনো খবর পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক অভিযোগ ইস্যুতে বিষয়টি টক অব দ্য ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। রবিবার (১৯ মার্চ) শাকিবের অস্ট্রেলিয়া ইস্যুতে মুখ খুললেন চিত্রনায়িকা বুবলীও। একই দিন ব্যক্তিগত সমস্যার কারণে গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে যান চিত্রনায়ক নায়ক শাকিব খান। বিকেল ৩টার পর গোয়েন্দা কার্যালয়ে প্রবেশ করেন এই তারকা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন বলেন, শাকিব খান তার কোনো সমস্যার বিষয়ে কথা বলতে গোয়েন্দা কার্যালয়ে এসেছেন। গোয়েন্দা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তিনি কথা বলবেন। পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এর আগে শনিবার (১৮ মার্চ) মধ্যরাতে প্রযোজকের বিরুদ্ধে মামলা করতে গুলশান থানায় গিয়েছিলেন শাকিব। তবে পুলিশ তার মামলাটি নেয়নি। বরং পরামর্শ দিয়েছে, আদালতে গিয়ে মামলা করতে। সেই মোতাবেক আদালতে যাবেন অভিনেতা।

শাকিবের পাল্টা অভিযোগ, রহমত উল্লাহ নিজেকে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক দাবি করলেও তিনি আসল প্রযোজক নন। এই ছবির মূল প্রযোজক জানে আলম। চুক্তিপত্রেও তার নাম রয়েছে। রহমত উল্লাহকে ‘ভুয়া প্রযোজক’ বলেও আখ্যা দেন শাকিব।

প্রসঙ্গক্রমে আসে ২০১৮ সালে ‘সুপার হিরো’ ছবির শুটিং করতে গিয়ে গ্রেপ্তার হওয়ার ইস্যু। এ বিষয়ে শাকিবের জবাব, ‘অস্ট্রেলিয়ায় আমার বিরুদ্ধে যদি মামলা হয় তাহলে সেখানে আমার বিচার না হওয়া পর্যন্ত তো আমি আসতে পারতাম না। অস্ট্রেলিয়া থেকে যদি পালিয়ে আসা যায়, তাহলে সেখানকার আইন প্রশাসনের প্রতি কোনও আস্থা নেই। সে (রহমত উল্ল্যাহ) যেই মামলার নাম্বার উল্লেখ করেছে, ওটা মূলত একটা ইভেন্ট নাম্বার। তার কথার পরতে পরতে মিথ্যা।’

এদিকে রবিবার (১৯ মার্চ) শাকিবের অস্ট্রেলিয়া ইস্যুতে মুখ খুললেন বুবলী। ‘সুপার হিরো’ ছবির নায়িকা হিসেবে তিনিও এই ঘটনায় প্রাসঙ্গিক। শাকিবের সঙ্গে তিনিও অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন শুটিংয়ে। কিন্তু মামলা-গ্রেপ্তার নয় বরং শোনালেন আতিথেয়তার গল্প।

বুবলী জানান, ২০১৮ সালে ‘সুপার হিরো’ ছবির শুটিংয়ের সময় অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকারের তখনকার সংস্কৃতিমন্ত্রী রে উইলিয়ামস রাজ্য সংসদ ভবনের নিজ কার্যালয়ে শাকিব খানসহ অন্যান্য শিল্পী-কুশলীকে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই ডাকে সাড়া দিয়ে নির্মাতা আশিকুর রহমানসহ তারা গিয়েছিলেন এবং অস্ট্রেলিয়া সরকারের আতিথেয়তা উপভোগ করে আসেন।

বুবলী বলেন, ‘সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর আতিথেয়তায় আমরা বেশ মুগ্ধ হয়েছিলাম। ছবিটির অস্ট্রেলিয়ায় শুটিংয়ের ব্যাপারে তারা অনুমতি দেওয়ার পাশাপাশি নানাভাবে সহযোগিতা করেছেন। এর জন্য আমরা কৃতজ্ঞতাও প্রকাশ করেছি। ‘সুপার হিরো’ ছবির মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান আমাদের দর্শকদের সামনে তুলে ধরছি, এর জন্য দুজন মন্ত্রী আমাদের ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ে অস্ট্রেলিয়ার সরকারের পক্ষ থেকে যেকোনও সহযোগিতা করার আশ্বাসও তারা দিয়েছেন।’

সর্বশেষ বাক্যে বুবলী বোঝাতে চাইলেন, অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা তিক্ত নয় বরং সুন্দর ছিল। তার কথাটি এ রকম, ‘সুন্দর এবং সম্মানের অভিজ্ঞতা বরাবরই স্বচ্ছ এবং সত্য’।

গত ১৫ মার্চ তিন পাতার অভিযোগ জমা দেন রহমত উল্লাহ। পরদিন (১৬ মার্চ) বিকালেই তার সঙ্গে বৈঠকে বসেন শাকিব এবং সমঝোতার চেষ্টা করেন। কিন্তু তাতেও কোনো ফল হয়নি। তাই এবার পাল্টা অভিযোগ নিয়ে আইনের দ্বারস্থ হয়েছেন ঢাকাই নবাব। এতে অবশ্য প্রথম ধাপে নিরাশ হতে হয়েছে তাকে। এবার আদালতে গিয়ে কাঙ্ক্ষিত পদক্ষেপ নিতে পারেন কিনা, সেটাই দেখার বিষয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close