নিজস্ব প্রতিবেদক

  ০৮ অক্টোবর, ২০২২

শনাক্ত ৪৯১ মৃত্যু ৫

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩৮০ জনের। এদিন নতুন করে শনাক্ত হয়েছে ৪৯১ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৯ হাজার ১৫ জনে। শুক্রবার (৭ অক্টোবর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৭০১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৬৮ হাজার ৬৫৪ জন। সারা দেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮২টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৯০৩টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৯১২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৭ হাজার ২০২টি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১০ দশমিক শূন্য শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক শূন্য ৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

এতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মৃত একজন পুরুষ, চারজন নারী। মৃতদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন ও ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুজন রয়েছেন। মৃত পাঁচজনের মধ্যে ঢাকা বিভাগের দুজন ও ময়মনসিংহ বিভাগের তিনজন রয়েছেন। মৃতদের চারজন সরকারি হাসপাতালে ও একজন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ২৭ জন ও আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ৩২ জন। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন ৪ লাখ ৫১ হাজার ১৬৬ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ৪ লাখ ২০ হাজার ৭৫০ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৩০ হাজার ৪১৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close