নিজস্ব প্রতিবেদক

  ১৬ আগস্ট, ২০১৮

ভিসার জন্য আবেদন না করায় ৬০৬ জনের হজযাত্রা বাতিল

নিবন্ধন করার পরও হজের ভিসার জন্য আবেদন না করায় এ বছর হজে যেতে পারছেন না ৬০৬ জন। গতকাল বুধবার সকালে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে শেষ হজ ফ্লাইট উপলক্ষে সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী মতিউর রহমান এ তথ্য জানান।

যাত্রী স্বল্পতায় কয়েকটি হজ ফ্লাইট বাতিলের পর চলতি মাসের শুরুতে কিছু শর্ত দিয়ে হজযাত্রী প্রতিস্থাপন আট শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা দেয় সরকার। ধর্মমন্ত্রী বলেন, ‘১০ হাজার ৯৪২ জনের প্রতিস্থাপন করার আবেদনের বিপরীতে ১০ হাজার ৭৭৪ জনকে প্রতিস্থাপন করেছি। ৬০৬ জন নিবন্ধন করার পরও ভিসার জন্য আবেদন না করায় এই সংখ্যা যেতে পারছে না।’

গুরুতর অসুস্থ, মৃত্যুজনিত কারণে অনেকে নিবন্ধন করার পরও হজে যেতে পারেন না। সেটা প্রতিস্থাপনের মাধ্যমে পূরণ করা হয়। হজ এজেন্সিগুলোর অবহেলা আর অনাগ্রহের কারণে টিকিট অবিক্রিত থাকা ও ভিসা নিয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘কিছু এজেন্সির বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, ফিরে এসে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এখন পর্যন্ত ১ লাখ ২১ হাজার ৮৬৮ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন জানিয়ে মন্ত্রী বলেন, ‘বাকিরা ১৭ আগস্টের মধ্যে সৌদি পৌঁছাবেন।’ নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘অসুস্থতা ও মৃত্যুজনিত কারণ ছাড়াও আর্থিক লেনদেন নিয়ে এজেন্সিগুলোর সঙ্গে বনিবনা না হওয়ায় এজেন্সিগুলো ভিসার জন্য আবেদন করেনি।’

ভিসার জন্য আবেদন না করলে মন্ত্রণালয়ের করার কিছু থাকে না বলে জানান ওই কর্মকর্তা।

এ বছর ভিসার আগেই সব এজেন্সিকে নিজ নিজ যাত্রীদের টিকিট সংগ্রহের আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে ধর্ম সচিব মো. আনিছুর রহমান, হাব মহাসচিব শাহাদাত হোসেন তসলিম উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close