নিজস্ব প্রতিবেদক

  ২১ জানুয়ারি, ২০১৮

নির্বাচনে হারের ভয়ে আলোচনা এড়াচ্ছে সরকার : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নিরপেক্ষ সরকারের’ অধীনে ভোট হলে সরকার হারবে, এটা নিশ্চিত। সে কারণে নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা করতে চাইছে না সরকার। গতকাল শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে একাদশ সংসদ নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। নির্বাচনকালীন সরকারের বিষয়ে বিএনপির রূপরেখা ‘যথাসময়ে’ জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

বিএনপির সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি জানান, বছর শেষে নির্বাচনের সময় আগের বারের মতোই ছোট সরকার গঠন করা হবে। ফখরুল বলেন, ‘আমরা বারবার বলেছি, নির্বাচনকালীন আমরা একটা নিরপেক্ষ সরকার চাই। আমরা আওয়ামী লীগের সরকার চাই না, শেখ হাসিনার সরকার চাই না। কারণ তাদের অধীনে কোনো দিন নির্বাচন সুষ্ঠু হতে পারে না। সে কথা তারা (সরকার) শুনছেও না, সে কথায় তারা যেতেও চায় না। তারা জানে, নির্বাচন যদি নিরপেক্ষ সরকারের অধীনে হয়, সুষ্ঠু, অবাধ হয়, সব মানুষ যদি ভোট দিতে পারে, তাহলে তাদের ভরাডুবি হবে।’

বিএনপির নির্বাচনকালীন সরকারের রূপরেখার বিষয়ে ফখরুল বলেন, ‘প্রত্যেকটি বিষয়েরই একটি সময় আছে। সেই সঠিক সময়ে অর্থাৎ যথাসময়েই অবশ্যই নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা জাতির কাছে আমরা তুলে ধরব।’ দলীয় কার্যালয়ে জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব’-এর উদ্যোগে গতকাল শনিবার দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন ফখরুল। অনুষ্ঠানে ড্যাবের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সিরাজউদ্দিন আহমেদ, আতাউর রহমান ঢালীসহ ড্যাব নেতারা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist