ক্যারিয়ার ডেস্ক

  ০৮ জুলাই, ২০১৭

আরো চাকরি

* প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট

পদ ও যোগ্যতা : ক্যাশিয়ার, ১টি। বিকম বা সমমান। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞরা অগ্রাধিকার পাবেন। ফিল্ড অ্যাসিসট্যান্ট, ১টি। ২য় শ্রেণির এইচএসসি। অভিজ্ঞদের অগ্রাধিকার।

বেতনক্রম : গ্রেড ১৪।

পদ ও যোগ্যতা : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ২টি। ২য় শ্রেণির এইচএসসি। কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে ২০ শব্দ।

বেতনক্রম : গ্রেড ১৬।

পদ ও যোগ্যতা : অ্যানিম্যাল অ্যাটেনডেন্ট, ১টি। অষ্টম শ্রেণি।

বেতনক্রম : গ্রেড ২০।

আবেদনের শেষ তারিখ : ১৬ জুলাই।

যোগাযোগ : অতিরিক্ত পরিচালক (সাপোর্ট সার্ভিস), বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট, সাভার, ঢাকা-১৩৪১।

সূত্র : ইত্তেফাক

* ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর

পদ ও যোগ্যতা : প্যানেল আইনজীবী। অবসরপ্রাপ্ত জেলা জজ/অতিরিক্ত জেলা জজ অথবা দেওয়ানি ও ফৌজদারি আদালতে আইনজীবী হিসেবে মামলা পরিচালনায় কমপক্ষে একাধারে ১৫ বছরের অভিজ্ঞতা। আপিল বিভাগে মামলা পরিচালনায় অভিজ্ঞরা অগ্রাধিকার পাবেন।

বেতন : আলোচনাসাপেক্ষে।

আবেদনের শেষ তারিখ : ৮ জুলাই।

যোগাযোগ : পরিচালক, (প্রশাসন ও অর্থ) ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর, ই-১৭, আগারগাঁও, ঢাকা-১২০৭।

সূত্র : সমকাল

* চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

পদ ও যোগ্যতা : ফার্মাসিস্ট, ১টি। এসএসসি/এইচএসসি। ডিপ্লোমা ইন-ফার্মেসি কোর্স সনদ। ১ বছরের অভিজ্ঞতা।

বেতনক্রম : ১২৫০০-৩০২৩০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ২৬ জুলাই।

যোগাযোগ : পরিচালক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বন্দর ভবন, চট্টগ্রাম।

সূত্র : সমকাল

* বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

পদ ও যোগ্যতা : অধ্যাপক, প্রস্থোডনটিকস ও শিশু সার্জারি ১টি করে। এমবিবিএস। নির্দিষ্ট বিষয়ে এমফিল, এমএসসি, পিএইচডি অথবা ডিফিল অথবা সমমানের স্নাতকোত্তর। ৫ বছর সহযোগী অধ্যাপক অথবা সমমানের পদে শিক্ষকতার অভিজ্ঞতা। কমপক্ষে ৭টি প্রকাশনা।

বেতনক্রম : ৫৬৫০০-৭৪৪০০ টাকা।

পদ ও যোগ্যতা : সহযোগী অধ্যাপক, ভাসকুলার সার্জারি, ইউরোলজি, প্লাস্টিক সার্জারি ও অনকোলজি ১টি করে। এমবিবিএস। নির্দিষ্ট বিষয়ে এমফিল, এমএসসি, পিএইচডি। ৩ বছর সহযোগী অধ্যাপক অথবা সমমানের পদে শিক্ষকতার অভিজ্ঞতা। কমপক্ষে ৫টি প্রকাশনা। সহযোগী অধ্যাপক, গ্র্যাজুয়েট নার্সিং ১টি। বিএসসি নার্সিং। এমএসসি (নার্সিং) অথবা এমপিএইচ। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে আট বছরের অভিজ্ঞতা।

বেতনক্রম : ৫০০০০-৭১২০০ টাকা।

পদ ও যোগ্যতা : সহকারী অধ্যাপক, ট্রান্সফিউশন মেডিসিন, কার্ডিয়াক সার্জারি, এন্ডোক্রোইনোলজি ফার্মাকোলজি দুটি করে। কার্ডিওলোজি, ভাসকুলার সার্জারি, সার্জিক্যাল অনকোলজি, অরপি, নিউনেটোলজি, নিউরোলজি, ভিট্রিওরেটিনা, অকুলোপ্লাস্টি, চর্ম ও যৌন, এনাটমি, প্যাথলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং ১টি করে। এমবিবিএস। নির্দিষ্ট বিষয়ে এমফিল, এমএসসি, পিএইচডি অথবা ডিফিল অথবা সমমানের স্নাতকোত্তর। ৩টি প্রকাশনা।

বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা।

পদ ও যোগ্যতা : প্রভাষক (নার্সিং), দুটি। বিএসসি নার্সিং। এমএসসি নার্সিং অথবা এমপিএইচ।

বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ২৩ জুলাই।

যোগাযোগ : রেজিস্ট্রার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকা।

ওয়েব :www.bsmmu.edu.bd

সূত্র : কালের কণ্ঠ

* বাংলাদেশ সেনাবাহিনী (ক্যাডেট কলেজ)

পদ ও যোগ্যতা : প্রভাষক, ইংরেজি ৪টি। পরিসংখ্যান ৩টি। পদার্থবিজ্ঞান ও প্রাণিবিজ্ঞান ২টি করে। বাংলা, গণিত, রসায়ন, ইতিহাস, ভূগোল, ইসলাম শিক্ষা, চারু ও কারু এবং কম্পিউটার ১টি করে।

বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ২৩ জুলাই।

যোগাযোগ : অ্যাসিসটেন্ট অ্যাডজুটেন্ট জেনারেল, (ক্যাডেট কলেজেস), ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ, সেনাবাহিনী সদর দফতর, ঢাকা সেনানিবাস।

ওয়েব : www.cadetcollege.army.mil.bd

সূত্র : ইত্তেফাক

* মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

পদ ও যোগ্যতা : প্রদর্শক, জীববিজ্ঞান, ১টি। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর। নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ, বিএড, এমএড অথবা প্রদর্শক হিসেবে অভিজ্ঞদের অগ্রাধিকার। সব পরীক্ষায় কমপক্ষে ২য় বিভাগ বা সমমানের জিপিএ।

বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ১৫ জুলাই।

যোগাযোগ : অধ্যক্ষ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, মিরপুর সেনানিবাস, ঢাকা-১২১৬।

ওয়েব : www.mcpsc.edu.bd

সূত্র : ইত্তেফাক

* বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ

পদ ও যোগ্যতা : অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, ১টি। এমবিএ বা স্নাতকোত্তরসহ সংশ্লিষ্ট বিষয়ে অনূন্য ২ বছরের চাকরির অভিজ্ঞতা। মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৪০ শব্দের গতি এবং কম্পিউটার চালনায় পর্যাপ্ত জ্ঞান। কোনো পরীক্ষায় ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়।

বয়সসীমা : সর্বোচ্চ ৩০ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৩৫ বছর।

বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।

পদ ও যোগ্যতা : অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর, ৭টি। এইচএসসি। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত। ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষ ও অভিজ্ঞ। মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ইংরেজিতে ২০ শব্দের গতি।

বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ১৬ জুলাই।

যোগাযোগ : ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা, পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, ঢাকা।

সূত্র : যুগান্তর

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist