বিনোদন প্রতিবেদক

  ১৭ জুন, ২০১৭

‘বস-টু’ বিতর্কে প্রিভিউ কমিটি

আলোচিত সিনেমা ‘বস-টু’ যৌথ প্রযোজনার নিয়ম না মেনে নির্মিত হওয়ায় সেন্সর বোর্ডের প্রিভিউ কমিটি তথ্য মন্ত্রণালয়কে চিঠি পাঠায় গত কয়েক দিন আগে। যাতে ছবিটির অনাপত্তিপত্র না দেওয়া হয়। কিন্তু বিভিন্ন মাধ্যমের বরাত দিয়ে জানা যাচ্ছে, ছবিটি সেন্সরে পাঠানোর জন্য প্রস্তুতি চলছে।

আর এ কারণেই চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৪টি সংগঠনের নেতারা এফডিসির এমডি ও প্রিভিউ কমিটির সভাপতি তপন কুমার ঘোষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনায় বসেন। সে সময় কিছুটা সময়ের জন্য পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। এক পর্যায়ে কথা প্রসঙ্গে আসে, যৌথ প্রযোজনার ছবি ‘বস-টু’ অনিয়ম নিয়ে লিখিত অভিযোগ দেওয়ার পরও সে ছবিটি কীভাবে মুক্তি পাওয়ার সম্ভাবনা তৈরি হলো? এফডিসির এমডি ও সেন্সর বোর্ডের প্রিভিউ কমিটির সভাপতি তপন কুমার ঘোষ বলেন, ‘এই ছবিতে শিল্পী বাছাইয়ের ক্ষেত্রে নিয়ম মানা হয়নি। সেই অভিযোগ আমরা খতিয়ে দেখে তথ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি। এরপর সেই চিঠির পরিপ্রেক্ষিতে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়াকে তলব করা হয়। প্রতিষ্ঠানটি অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চায়। এবং অনুরোধ করে এই ঈদে যেন ছবিটি মুক্তির অনুমতি দেওয়া হয়। সেদিক বিবেচনা করে ছবিটিকে ছাড়পত্র দেওয়া হতে পারে।’ সে সময় চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৪টি সংগঠনের নেতাদের পক্ষ থেকে জানানো হয়, এর আগেও জাজ দুইবার ভুল করে মৌখিক ও লিখিত মুচলেকা দিয়েছিল। ভুল করে এই প্রতিষ্ঠানটি আর কত পার পাবে। এই করতে করতে গেল কয়েক বছরে ইন্ডাস্ট্রিকে অচল করে দিয়েছে জাজ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist