বিনোদন প্রতিবেদক

  ১৩ জানুয়ারি, ২০২৪

সেলিম আল দীন স্মরণে নাট্যোৎসব আজ

১৪ জানুয়ারি নাট্যাচার্য সেলিম আল দীনের ১৬তম প্রয়াণবার্ষিকী। এ উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৩ ও ১৪ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করেছে দুই দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব ২০২৪’। আজ শনিবার শুরু হচ্ছে এ নাট্যোৎসব। নাট্যাচার্যকে নিয়ে স্বপ্নদলের নিয়মিত উৎসবের ২৯তম আসরের স্লোগান ‘বাংলা নাট্য অদ্য কেবল নিজ ভূগোলে নয়, শিল্পসুধায় পথবর্তায় সর্বজগৎময়’। উৎসবের প্রথম দিন শনিবার বিকেল সাড়ে ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় স্টুডিও থিয়েটারে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’র ১০৫ ও ১০৬তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় প্রদর্শনীর আগে উৎসব উদ্বোধন করবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এবং চার নাট্যদলের দলপ্রধান অলোক বসু (থিয়েটার ফ্যাক্টরি), মোহাম্মদ আলী হায়দার (বটতলা), আসাদুল ইসলাম (ম্যাড থিয়েটার) ও আইরিন পারভীন লোপা (নাট্যম রেপার্টরি)। সমাপনী দিন রবিবার সন্ধ্যা ৬টা ও সাড়ে ৭টায় এক্সপেরিমেন্টাল থিয়েটারে উইলিয়াম শেকসপিয়রের রচনা অবলম্বনে জুয়েনা শবনমের কাহিনিপুনর্বিন্যাসে ব্যতিক্রমী মূকনাট্য (মাইমোড্রামা) ‘ম্যাকবেথ’-এর ১১ ও ১২তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এ ছাড়া এদিন সকাল ১০টায় থাকছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরোনো কলাভবন থেকে নাট্যাচার্যের সমাধি অভিমুখে স্মরণশোভাযাত্রা ও পুষ্পাঞ্জলি অর্পণ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close