বিনোদন প্রতিবেদক

  ০১ সেপ্টেম্বর, ২০২৩

‘অন্তর্বর্তী’ সিনেমার গল্প বললেন এস এম কাইয়ুম

এস এম কাইয়ুমের চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষেক ঘটে ২০১৭ সালে। ‘কমলা রকেট’ চলচ্চিত্রে সহকারী পরিচালক ছিলেন তিনি। এরপর ২০১৯ সালে তার পরিচালিত প্রথম নাটক ‘বৃষ্টি চিহ্নিত ভালোবাসা’ মাছরাঙা টিভি চ্যানেলে প্রচার হয়। তারপর ‘মনের বাড়ি’সহ বেশ কিছু নাটক এনটিভি ও অন্যান্য চ্যানেলে প্রচার হয়। ২০২২ সালে ‘অন্তর্বর্তী’ চলচ্চিত্রের শুটিংয়ের মাধ্যমে তার বড়পর্দায় পরিচালক হিসেবে অভিষেক ঘটে। বর্তমান সময়ের ইউনিভার্সিটির প্রেমের প্লটে চারুকলার একজন শিল্পীর কঠিন বাস্তবতা ও জীবনবোধের পটভূমিতে নির্মিত হয়েছে সিনেমাটি। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল, আবু হুরায়ারা তানভীর ও নীলাঞ্জনা নীলা। সিনেমাটির পরিচালক এস এম কাইয়ুম বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কেরানীগঞ্জসহ বিভিন্ন লোকেশনে সিনেমার শুটিং হয়েছে। চলচ্চিত্রটির এডিটিংয়ের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে এ বছরের শেষদিকে মুক্তি পেতে পারে “অন্তর্বর্তী” সিনেমাটি।’ ছবিটি নিয়ে বিস্তারিত জানান এ তরুণ নির্মাতা। তারকাবহুল চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ ছিল কি না- এমন প্রশ্নের জবাবে এস এম কাইয়ুম বলেন, ‘ঝুঁকি কিংবা চ্যালেঞ্জ তো জীবনের পরতে পরতে। এমন কোনো ক্ষেত্র আছে কি সেখানে চ্যালেঞ্জ নেই! সৃজনশীল প্রতিটি কাজই নতুন এবং নতুন নতুন চ্যালেঞ্জ এবং নতুন নতুন অভিজ্ঞতা।’ চলচ্চিত্রের গল্প বলার ক্ষেত্রে চারপাশের চির পরিচিত মানুষের গল্পকে ভিন্নভাবে তুলে আনতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন বলে জানান এ নির্মাতা। তিনি বলেন, ‘এই আধুনিক সময়ের গল্পটা ধরার চেষ্টা করেছি। এ সময়ের হিপোক্রেসি, নিঃসঙ্গতা, বিচ্ছিন্নতাবোধ তুলে আনতে চেয়েছি প্রেম ও বিরহের অন্তরালে। সবাই সহযোগিতা করেছেন. যার যার জায়গা থেকে। অভিনয়শিল্পীরা খুব ভালো ছিলেন। সিনেমাটি সবাই সাদরে গ্রহণ করেছেন, যেটা আমি চেয়েছিলাম।’ ছবির দর্শকপ্রিয়তা নিয়ে বললে এস এম কাইয়ুম জানান, ‘দেখেন! সব ছবি সব দর্শক দেখে না বা দেখবে এমনটা প্রত্যাশা করাও ভুল। আমার টার্গেট অডিয়েন্স সিনেমাটি দেখলেই হলো। আমি আমার সিনেমাটি বানাতে পেরেছি কি না- সেটাই গুরুত্বপূর্ণ।’ ‘অন্তর্বর্তী’র পর আরেক চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনার কথা জানালেন এস এম কাইয়ুম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close