বিনোদন প্রতিবেদক

  ১১ অক্টোবর, ২০২১

সেন্সরে ‘নিষিদ্ধ প্রেমের গল্প’

২০১৪ সালে শুরু হয়েছিল তরুণ নির্মাতা রুবেল আনুশের ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। এত দিনে সিনেমাটি মুক্তি পাওয়া তো দূরে থাক সেন্সরেও পর্যন্ত যায়নি। কারণ নানা জটিলতা তৈরি হয়েছিল সিনেমাটিকে ঘিরে। আপত্তি উঠেছিল সিনেমার কয়েকটি দৃশ্য নিয়ে। এ ছাড়া নাম নিয়েও ছিল আপত্তি। এই বিতর্কের জেরে সিনেমা থেকে কিছু দৃশ্যে বহু আগেই কেটে বাদ দেওয়া হয়েছে। এবার বদলে ফেলা হলো নামও। সিনেমাটির নতুন নাম ‘প্রেমকাহন’। এ নামেই গত ৬ অক্টোবর সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন পরিচালক রুবেল আনুশ। এ সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ‘ম্যাডাম ফুলি’ খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সিমলা এবং ‘ঘেটুপুত্র কমলা’খ্যাত মামুন। এটি একটি অসম প্রেমের গল্পে সিনেমা। যেখানে ৩৮ বছর বয়সি সিমলার সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন ১৮ বছরের তরুণ মামুন। দীর্ঘ সাত বছর পর সিনেমাটি সেন্সরে গেল, তবে মুক্তি পাবে কবে। এ প্রসঙ্গে নির্মাতা রুবেল আনুশ বলেন, ‘সিনেমাটি নির্মাণ করতে গিয়ে বেশ ধকল গেছে আমার। গত বুধবার সেন্সরে জমা দিয়েছি। ছাড়পত্র পেলে নভেম্বরেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চাই। পাশাপাশি ওটিটি প্ল্যাটফরমেও মুক্তি পাবে।’

‘নিষিদ্ধ প্রেমের গল্প’ থেকে ‘প্রেম কাহন’ নাম নেওয়া এই সিনেমায় সিমলা-মামুন ছাড়াও বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন মনিরা মিঠু, সোহেল খান, এ কে আজাদ সেতু, দীপংকর দীপক, নোভিয়া, আকাশ, মুনমুন আহমেদ, সালমান ও শিমুল খানসহ অনেকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close