
বিনোদন ডেস্ক
২৬ নভেম্বর ২০২০, ০০:০০
সামনে এলেন দীপিকা

------
পুরো অক্টোবর মাসে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটিও পোস্ট করেননি দীপিকা। এনিসিবির তদন্তের কারণে ব্যাহত হয় তার একটি সিনেমার শুটিংও। শকুন বত্রা পরিচালিত ওই সিনেমার শুটিং শেষ করতে অক্টোবরের শেষে দ্বিতীয় দফায় গোয়া যেতে হয় তাকে। পুরো ঘটনায় তার পাশে ছিলেন রণবীর সিং।
"