বিনোদন প্রতিবেদক

  ১৫ আগস্ট, ২০২০

‘রক্তস্নাত আগস্ট’

আবিদ আজাদ ও রায়হান ভালো বন্ধু। আবিদ আজাদ পেশায় সাংবাদিক, তার নিজের একটি পত্রিকা আছে। অন্যদিকে রায়হান সরকারি চাকরিজীবী। স্ত্রী আর এক মেয়ে নিয়ে আবিদ আজাদের সংসার। আবিদ আজাদ মুক্তিযোদ্ধা, তিনি বঙ্গবন্ধুর হত্যা মেনে নিতে পারেন না। তাই তিনি প্রতিবাদ করতে চান, কিন্তু বঙ্গবন্ধুর হত্যার সময়ের শাসকরা তার কণ্ঠ রোধ করতে চান। আবিদের ওপর অমানসিক অত্যাচার চালায়। পঙ্গু করে দেয় তাকে। কিন্তু কোনো কিছুই আটকাতে পারে না তার চিন্তাকে, আটকাতে পারে না তার স্বপ্নকেও। আবিদ স্বপ্ন দেখেন এক দিন বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হবে, সেই বিচার এই জাতি দেখবে। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘রক্তস্নাত আগস্ট’। সহিদ রাহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শ্রাবনী ফেরদৌস। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, রুনা খান, অপর্ণা ঘোষ, মাসুম বাশারসহ অনেকে।

জাতীয় শোক দিবস উপলক্ষে নির্মিত এ নাটক আজ রাত ৯টায় এটিএন বাংলায় প্রচার হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close