বিনোদন প্রতিবেদক

  ০৮ মার্চ, ২০২০

নারী দিবসে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জোঁক’

আজ ৮ মার্চ বিশ্ব নারী দিবস। আর এ দিবসে মুক্তি পাচ্ছে নারীকেন্দ্রিক বিশেষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জোঁক’। স্বল্পদৈর্ঘ্যটি নির্মাণ করেছে তরুণ নির্মাতা পার্থ পৌলিনিউস ফলিয়। ফিল্ম স্ট্রিট প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে আজ মুক্তি দেওয়া হবে স্বল্পদৈর্ঘ্যটি।

এ চলচ্চিত্রে আমাদের সমাজের নির্যাতিত নারীর এক প্রতিচ্ছবি তুলে ধরেছেন নির্মাতা। পুরুষ প্রভুত্ব সমাজে নারীর প্রতি নির্যাতনের রূপ কতটা নির্মম তারই এক প্রতিচ্ছবি অন্তু। গল্পের চরিত্রকে ছাপিয়ে অন্তু যেন হয়ে উঠেছে সমাজেরই এক আয়না। ‘জোঁক’ যেমন মানুষের রক্ত শুষে নিজের জীবন ধারণ করে ঠিক তেমনি পুরুষরূপী পশুগুলো নিজের বিনোদনের খোরাক হিসেবে বেছে নেয় নারীর সম্মান।

এর আগে স্বল্পদৈর্ঘ্যটির বেশ কিছু আন্তর্জাতিক ফেস্টিভ্যালে নির্বাচিত হয়েছে। ল্যানচেস্টার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল, ইনশর্ট, ডাবলিউওআইএস ফিল্ম ফেস্টিভাল, মিলানের ডিউমিলা ৩০, ১১তম আন্তর্জাতিক আন্তবিশ্ববিদ্যালয় চলচ্চিত্র উৎসব, ১২তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব, গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভাল, সেফালু ফিল্ম ফেস্টিভাল, লিট অফ ফিল্ম ফেস্টিভাল, মোইনহো সিনে ফেস্ট ২০১৯, নর্থ সাউথ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২০ সহ আরো অনেক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে দেশ এবং দেশের বাইরে ঘুরেছে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জোঁক’।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close