বিনোদন প্রতিবেদক

  ০৯ মে, ২০২৪

কলিম শরাফী স্মরণে বিশেষ আয়োজন

দেশের কিংবদন্তি রবীন্দ্র সংগীতশিল্পী কলিম শরাফী। শুধু সংগীতই নয়, চলচ্চিত্র প্রযোজনা, নির্মাণসহ বহু কাজের সঙ্গে জড়িত ছিলেন তিনি। সফল সংগঠক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেও নিজেকে নিয়ে গিয়েছিলেন অনন্য উচ্চতায়। প্রয়াত এই কিংবদন্তির জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামীকাল শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে বসছে স্মরণ অনুষ্ঠান।

শতবর্ষের এই আয়োজন যৌথভাবে উদ্যোগ নিয়েছে কলিম শরাফীর মেয়ে আলিয়া শরাফী এবং জাতীয় জাদুঘর। শুক্রবার সন্ধ্যা ৬টায় শুরু হবে এই আয়োজন। অনুষ্ঠানে গান, আবৃত্তি আর আলাপে ভিন্ন আঙ্গিকে কলিম শরাফীকে তুলে ধরবেন ফাহিম হোসেন চৌধুরী, কিশওয়ার কামাল, ডালিয়া নওশীন, শারমিন সারথী ইসলাম, বুলবুল ইসলাম, লুভা নাহিদ চৌধুরী, মহাদেব ঘোষ, বিনোদ, পল্লব এবং অসিত বিশ্বাস প্রমুখ।

সংগীতে অনবদ্য অবদানের জন্য কলিম শরাফী একুশে পদক, স্বাধীনতা পদকসহ অসংখ্য পদক ও সম্মাননায় ভূষিত হয়েছেন। ২০১০ সালে ২ নভেম্বর প্রয়াত হন বরেণ্য এই ব্যক্তিত্ব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close