বিনোদন প্রতিবেদক

  ২০ ডিসেম্বর, ২০১৮

আমজাদ হোসেন স্মরণে ‘মিউজিক স্টেশন’

ঢাকাই চলচ্চিত্রে এক গুণী নির্মাতা আমজাদ হোসেন। শুধু তাই নয়, তিনি একাধারে ছিলেন অভিনেতা, লেখক, গীতিকার এবং চলচ্চিত্র পরিচালক। তিনি তার কর্মজীবনে ১২টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ৬টি বাচসাস পুরস্কার অর্জন করেছেন। এ ছাড়া আরো অসংখ্য পুরস্কার অর্জন করেছেন এই কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা। গত ১৪ ডিসেম্বর, শুক্রবার ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আরটিভির জনপ্রিয় লাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক স্টেশন’ এবারের পর্বে বিশেষ আয়োজনের মাধ্যমে স্মরণ করা হবে গুণী এই নির্মাতাকে। ‘মিউজিক স্টেশন’-এর বিশেষ এই আয়োজনে সংগীত পরিবেশন করবেন চম্পা বণিক, লুইপা ও সাব্বির জামান। এ ছাড়া উপস্থাপনার পাশাপাশি গান গাইবেন সংগীতশিল্পী দিঠি আনোয়ার।

আরটিভিতে আজ বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে অনুষ্ঠানটি প্রচার হবে। প্রযোজনা করবেন শিবলী জিয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close