বিনোদন প্রতিবেদক

  ২৭ নভেম্বর, ২০১৮

বিজয় দিবসের নাটক ‘পতাকা’

এ দেশের অসংখ্য টেলিভিশন নাটকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার কথা উঠে এসেছে প্রবলভাবে। সেই ধারাবাহিকতায় নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনার জাগরণ এবং নাগরিক ইটপাথরের ব্যস্ত শহরে মুক্তিযুদ্ধ ও দেশমাতৃকার প্রতি ভালোবাসার আকুতি কতটুকুÑএমন প্রশ্নকে উপজীব্য করে নির্মিত হয়েছে নাটক ‘পতাকা’। সাংবাদিক-নাট্যকার রুদ্র মাহফুজের রচনা ও কাজী সাইফ আহমেদের পরিচালনায় বিজয় দিবসের বিশেষ এ নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও সাফা কবির। সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে। নাটকটি নিয়ে নির্মাতা বলেন, মুক্তিযুদ্ধ শুধু আমাদের হৃদয়ে নিরন্তর সৃজনের বীজ রোপিতই করে দেয়নি বরং যেকোনো সৃজনশীল মানুষের জন্য নতুন চিন্তার নবীন দরজাও উন্মুক্ত করে দিয়েছে। বিশেষ করে শরাফত ও মালেকা চরিত্র দিয়ে তৌসিফ ও সাফা গতানুগতিক ধারা থেকে বের হয়েছেন এবং নিজেদের ভাঙতে পেরেছেন। পতাকা নাটকটিতে নাট্যকার, অভিনেতা, অভিনেত্রী প্রত্যেকেই মুনশিয়ানার পরিচয় দিয়েছেন। যান্ত্রিক জীবনে দেশকে নিয়ে কাক্সিক্ষত ভালোবাসাটুকু কখন যে অশ্রুতে থমকে যায় এবং মৃত্যুঞ্জয়ী শতসহস্র বীরের যুদ্ধজয়ের স্বপ্ন অজান্তেই শৃঙ্খলিত হয়ে পড়ে, তা এই নাটকে দেখা যাবে। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা নতুনভাবে জাগ্রত হওয়ার উদ্দীপনাও ব্যক্ত হয়েছে। উল্লেখ্য, ফেক্টর থ্রি সলিউশনসের ব্যানারে নির্মিত এবং রাসেল সিদ্দিকী প্রযোজিত ‘পতাকা’ নাটকটি আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে নাগরিক টিভিতে প্রচারিত হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close