বিনোদন ডেস্ক

  ১০ আগস্ট, ২০১৮

অস্কারের জনপ্রিয়তা বাড়ানোর উদ্যোগ

বিশ্বের সরচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার। চলতি বছরে সম্পন্ন হয়েছে এর ৯০তম আসর। তবে আগামীতে বেশ কিছু পরিবর্তনের উদ্যোগ নিয়েছে অস্কারের আয়োজক কমিটি। বুধবার অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস তাদের অফিশিয়াল টুইটারে এই ঘোষণা দিয়েছে।

ঘোষণায় বলা হয়েছে, প্রথমবারের মতো অস্কারে যুক্ত হতে যাচ্ছে নতুন একটি বিভাগ। দ্বিতীয়ত, আগামী ২০২০ সালের অস্কার অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি। তৃতীয়ত অস্কার অনুষ্ঠানের সময় তিন ঘণ্টায় সীমাবদ্ধ রাখা হবে। অস্কার পুরস্কার তালিকায় নতুন বিভাগটি হবে জনপ্রিয় চলচ্চিত্রকে কেন্দ্র করে।

সাধারণত ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুতে অনুষ্ঠিত হয় অস্কার অনুষ্ঠান। তবে ২০১৯ সালে এটি অনুষ্ঠিত হবে ২৪ ফেব্রুয়ারি। আর ৯ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে ২০২০ সালের জন্য। অ্যাকাডেমির প্রেসিডেন্ট জন বেইলি এবং প্রধান নির্বাহী ডন হাডসন এ কথা জানিয়েছেন কমিটির সদস্যদের।

অ্যাকাডেমি থেকে এসব সিদ্ধান্ত জানানোর পর বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তাই সবার সঙ্গে কথা বলে চূড়ান্ত এবং বিস্তারিত সিদ্ধান্ত জানাবে অস্কার কমিটি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close