reporterঅনলাইন ডেস্ক
  ২৫ সেপ্টেম্বর, ২০১৭

গ্লোবাল আইসিটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেল ডিআইইউ

বিভিন্ন দেশের তথ্যপ্রযুক্তি খাতের সংগঠনগুলোর জোট ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস এলায়েন্সের (উইটসা) ‘গ্লোবাল আইসিটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০১৭’ পেল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ১২ সেপ্টেম্বর মঙ্গলবার তাইওয়ানের তাইপেতে অনুষ্ঠিত আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি সম্মেলনে পুরস্কার ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান পুরস্কারটি গ্রহণ করেন। উইটসা প্রসিডেন্ট ইউভনি চাইইউ মো. সবুর খানের হাতে এ পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন তাইওয়ানের প্রধানমন্ত্রী উইলিয়াম লাই, অর্থমন্ত্রী শেন জং চিন, তথ্যপ্রযুক্তি মন্ত্রী উ সাং সং এবং বিশ্বের বিভিন্ন দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিরা। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে একমাত্র এবং দ্বিতীয়বারের মতো এ সম্মানা অর্জন করে, যা বিশ্বব্যাপী তথ্যপ্রযুক্তি খাতের ‘নোবেল’ হিসেবে খ্যাত। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist