আবীর বসাক, বিটেক

  ২৪ মে, ২০১৭

বিটেকে ভর্তি পরীক্ষা ১৭ জুন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) অধিভুক্ত টাঙ্গাইলের বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে (বিটেক) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের (লেভেল-১, টার্ম-১) ভর্তি পরীক্ষা আগামী ১৭ জুন অনুষ্ঠিত হবে। এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে বিটেক প্রশাসন।

চার বিভাগে (ইয়ার্ন, ফেব্রিক, ওয়েট প্রসেসিং, অ্যাপারেল) ৩০টি করে মোট ১২০ আসনে এমসিকিউ পদ্ধতিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ২১ মে থেকে ১০ জুন পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবে। বিটেকের নিজস্ব ক্যাম্পাসে সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফল প্রকাশ করা হবে ২২ জুন। ৯ থেকে ১৩ জুলাই পর্যন্ত মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া চলবে। এছাড়া ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ইঞ্জিনিয়ারিং কলেজের ওয়েবসাইট (www.btec.gov.bd) বা (www.dot.gov.bd) থেকেও জানা যাবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist