ইবি সংবাদদাতা

  ২৮ নভেম্বর, ২০২২

ইবিতে বার্ষিক কুইজ প্রতিযোগিতা

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ও ক্যারিয়ার অ্যান্ড স্কিলস একাডেমি উত্তরণের পৃষ্ঠপোষকতায় বার্ষিক কুইজ প্রতিযোগিতাণ্ড২০২২ অনুষ্ঠিত হয়েছে। কুইজটি রবিবার (১৩ নভেম্বর) বেলা সোয়া ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬নং কক্ষে অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

এ সময় সংগঠনটির সভাপতি ফারজানা ইসলাম মাহীর সভাপতিত্বে ক্লাবের সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ানুল ইসলাম, আবু তালহা আকাশ, দপ্তর সম্পাদক রনি সাহা সহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উত্তরণের শিক্ষক কাজল আহমেদ জানান, কুইজে ৫০টি প্রশ্নে পূর্ণমান ৫০ নম্বর। পরীক্ষায় বৃত্ত ভরাট করতে ৩০ মিনিট সময় দেওয়া হয়েছে। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। কুইজে অংশগ্রহণকারীদের মোবাইলে ক্ষুদে বার্তার মাধ্যমে নম্বর ও ওয়েবসাইটে উত্তর জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার্থীরা রোল ও রেজিস্ট্রেশন দিয়ে লগইন করে উত্তর দেখতে পাবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close