মো. শাকিল বাবু

  ২৮ নভেম্বর, ২০২২

নজরুল বিশ্ববিদ্যালয়ে স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগ

বর্তমান সময়ে সবচেয়ে কার্যকরী ও যুগোপযোগী একটি বিষয়ের নাম স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগ। এটি একটি রাষ্ট্রের প্রান্তিক মানুষের থেকে শুরু করে নগর অঞ্চলের মানুষের জীবন মান উন্নয়ন নিয়ে কাজ করে। শুধু আমাদের দেশই নয় বহির্বিশ্বেও অনেক পরিচিতি লাভ করেছে এই বিভাগ। এ কারণে এই বিভাগে অধ্যায়নরত কোনো শিক্ষার্থী চাইলেই বিদেশে সহজেই উচ্চশিক্ষা লাভ করতে পারে।

বিভাগটি ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়। তবে শিক্ষা কার্যক্রম শুরু হয় ২০১৭ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে। বর্তমানে বিভাগটিতে পাঁচজন দক্ষ, পরিশ্রমী ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক রয়েছেন। যারা প্রতিনিয়ত বিভাগটির মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন। এছাড়া বিভাগটিতে পাঁচটি শিক্ষাবর্ষে প্রায় ২৬০ জন শিক্ষার্থী পড়াশোনা করছেন। গবেষণার দিক থেকেও এগিয়ে রয়েছে বিভাগের অধ্যায়নরত শিক্ষার্থীরা। পড়াশোনার পাশাপাশি অনেকেই ক্যাম্পাস সাংবাদিকতা, জাতীয় পর্যায়ে বিতর্ক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে কাজ করে যাচ্ছেন।

বিভাগটি সরকার ও সরকারি নীতি, নগরায়ণ ও নগর পরিকল্পনা, টেকসই উন্নয়ন ও উন্নয়নের সঙ্গে সম্পর্কিত সুশাসন এবং বিশ্বব্যাপী উন্নয়নের তুলনামূলক ধারা বিশ্লেষণ সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান দান করা হয়। এছাড়া স্থানীয় সরকার, রুরাল ডেভেলপমেন্ট, আরবান ডেভেলপমেন্ট, হিউম্যান সেটেলম্যান্ট সম্পৃক্ত কোর্সের পাশাপাশি সময় উপযোগী কম্পিউটার এপ্লিকেশন, অর্থনীতি, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট, সোশ্যাল রিসার্চ, প্রজেক্ট ম্যানেজমেন্টসহ চার বছরে মোট ৩২টি কোর্সে ১৪০ ক্রেডিট পড়ানো হয়।

বর্তমানে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এই বিভাগটি ভিন্ন নামে রয়েছে। এক্ষেত্রে এই বিভাগের শিক্ষার্থীরা দক্ষতার পরিচয় দিয়ে শিক্ষক হিসেবে অন্য বিশ্ববিদ্যালয়ে যোগদান করতে পারবেন। শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধির জন্য সেমিনার লাইব্রেরির ব্যবস্থা রয়েছে। যেখানে অবসর সময়ে শিক্ষার্থীরা বসে খবরের কাগজ বা বই পড়তে পারবে। এছাড়া শিক্ষার্থীদের জন্যও এরই মধ্যে আধুনিক মানের কম্পিউটার ল্যাবেরও ব্যবস্থা করা হয়েছে। গ্রামকে শহরে পরিণত করতে এবং একটি অঞ্চলকে উন্নয়নের অগ্রযাত্রায় স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের ভূমিকা অপরিসীম।

মানুষ যেমন পরিকল্পনা করা ছাড়া কোনো কাজ ঠিকমতো করতে পারে না। সেরকম একটি গ্রাম, নগর বা শহরও পরিকল্পনা মাফিক গড়ে না উঠলে তা বাসোপযোগী হয় না। আর একটি শহরকে কীভাবে পরিকল্পনা মাফিক গড়ে তোলা যায় এবং মানুষের জীবনমান উন্নত করা যায়। এই বিভাগটিতে তা পাঠদান করানো হয়। এটি শুধু কোনো একটি নির্দিষ্ট বিষয়েই শিক্ষা দেয় না বরং ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা, জেলা, পৌরসভা, সিটি করপোরেশন সম্পর্কে বিশদ জ্ঞানদান করে থাকে।

বিভাগটি বিভিন্ন প্রজেক্ট সম্পর্কে জানতে পারে। যা ভবিষ্যৎ জীবনে ভালো প্রভাব ফেলবে শিক্ষার্থীদের জীবনে। বিভাগটির

সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কার্যালয় বা সংগঠন রয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- স্থানীয় ও পল্লী সমবায় উন্নয়ন কার্যালয়, এলজিইডি, নগর ভবন, আইএমও, ইউএনডিপি, ইউনিসেফ, উপজেলা পরিষদ কার্যালয়, পৌরসভা কার্যালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়। এগুলোতেও শিক্ষার্থীরা তাদের কর্মক্ষেত্র তৈরি করে নিতে পারেন। সর্বোপরি, বর্তমান সময়ের জন্য অপরিহার্য একটি

বিভাগ হলো স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগ। যার সুদূরপ্রসারী ভবিষ্যৎ রয়েছে। যুগ যুগ ধরে যার প্রয়োজন মানুষের বাড়তেই থাকবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close