মো. আশরাফুল ইসলাম সুমন

  ২৫ সেপ্টেম্বর, ২০২২

বেবিটিউব নিয়ে কাজ করছেন সাজ্জাদ

সন্তান চাওয়া মাত্রই আমরা তাদের হাতে মোবাইল দিয়ে দেই। তারাও দেখছে কার্টুনসহ নানা ভিডিও। কিন্তু এ ব্যাপারে অভিভাবকরা সচেতন কতটুকু। কি দেখছে বাচ্চারা। খেয়াল রাখা সম্ভব কি? সম্ভব হলেও কতটুকু খেয়াল করছি। প্রযুক্তির ব্যবহারে সারাক্ষণ বসে থেকে পাহারা দেওয়া সম্ভব নয়। আর তাই প্রয়োজন এমন কিছু পদক্ষেপ যা শিশু-কিশোরদের হাতে নিশ্চিন্তে মোবাইল এবং ডিজিটাল ডিভাইসগুলো দেওয়া যায়। আর এজন্য সাজ্জাদুল ইসলামসহ বাংলাদেশের কিছু তরুণ শিশু-কিশোরদের নিয়ে তৈরি করেছে ইউটিউবের মতো একটি অ্যাপ। যার নাম বেবিটিউব। এটি বাংলাদেশের শিশু-কিশোরদের জন্য প্রথম নিরাপদ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। প্রত্যন্ত গ্রামের ছেলে সাজ্জাদ। এইচএসসি শেষ করেন ক্যান্টনমেন্ট কলেজ যশোর থেকে। বর্তমান তিনি আহসনউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট : কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষ, দ্বিতীয় সেমিসটারে পড়াশোনা করছে।

স্কুল জীবন থেকেই বিভিন্ন সহ-শিক্ষায় অংশগ্রহণ করেছেন তিনি। অনেক দিন থেকে বিভিন্ন সংগঠনে কাজ করার মাধ্যমে সহশিক্ষা কার্যক্রম শুরু করেন। স্কিল ডেভেলপমেন্ট, কমিউনিকেশনস, টেকনোলজি এসবের উপরে বিভিন্ন ধরনের কর্মশালায় অংশগ্রহণ করেন। শিশুদের জন্য প্রযুক্তিকে কিভাবে আরো কল্যাণকর করা যায় সে চেষ্টা ছিল সাজ্জাদের। সে আরেকটি প্রতিষ্ঠান ‘মেন্টর মশাই’ তে কাজ করার সময় লক্ষ্য করেন অনেক শিশু-কিশোর ইন্টারনেটে যুক্ত। এক গবেষণায় দেখা যায় তারা ভিডিও দেখে বেশি। সেখান থেকে একদল তরুণের শিশুদের জন্য আলাদা একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফরম তৈরি করার ভাবনা আসে। সাজ্জাদুল ইসলাম বেবিটিউবের সহ-প্রতিষ্ঠাতা ও চিফ টেকনিক্যাল অফিসার হিসেবে কর্মরত আছেন।

বেবিটিউবের শুরুটা কিভাবে হয়েছিল জানতে চাইলে সাজ্জাদ বলেন, ডিজিটাল যুগে শিশু-কিশোররা পিছিয়ে নেই। গবেষণায় দেখা গেছে দেশের ৬৮ শতাংশ অভিভাবক ইন্টারনেট ব্যবহার করছে এদের মধ্যে ৬ কোটির বেশি শিশু-কিশোর ইন্টারনেটের আওতায়।

পিতামাতা ব্যস্ততা এবং অসচেতনতার কারণে শিশু-কিশোরদের নির্ভরযোগ্য হয়ে উঠছে মোবাইল বা ডিজিটাল ডিভাইস। শিশু-কিশোররা ইন্টারনেটে ইউটিউবে কার্টুন, গেম, নাটক, মুভি, বা শিক্ষণীয় ভিডিও দেখার পাশাপাশি বিভিন্ন এডাল্ট এবং বানোয়াট ভিডিও দেখার ঝুঁকি থাকছে। বিভিন্ন এডাল্ট বিজ্ঞাপনের সম্মুখীন হচ্ছে শিশুরা। এতে করে তারা মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে দিনদিন। তাই ২০২০-এর শেষের দিকে আমাদের চেয়ারম্যান সাইদুল করিম, প্রতিষ্ঠাতা শামীম আশরাফ, আবির আহমেদ, মাইনুল ইসলাম, ওয়াশিমুল রাফিন, সজিবুর রহমান পান্থ ও সময় সহ আমরা শুরু করি সম্পূর্ণ শিশু উপযোগী অ্যাপভিত্তিক ওয়েবসাইট। এছাড়া বর্তমানে দেশের বিভিন্ন জায়গার প্রায় ৬০ জনের অধিক তরুণ-তরুণী আমাদের সাথে কাজ করছেন।

তিনি আরো বলেন, বেবিটিউব একটি ভিডিও শেয়ারিং সাইট। এটি একটি অ্যাপ যেখানে ভিডিও কনটেন্ট তৈরি করে আপলোড করা যাবে। শর্ত শুধু একটাই কনটেন্টগুলো হতে হবে শিশুকিশোর ভিত্তিক। বেবিটিউবে সহজ শর্তে মনিটাইজেশান সিস্টেম আছে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। যারা শিশুতোষ কন্টেন্ট আপলোড করবে তারা বেবিটিউব থেকে মনিটাইজেশানের মাধ্যমে আয় করার সুযোগ পাবে। ফেসবুক, টুইটার, ইনস্ট্রাগ্রাম, লিংকড-ইন, বেবিটিউব ফেসবুক পেইজ, ওয়েবসাইট এবং অ্যাপস এক লাখের অধিক মানুষ যুক্ত রয়েছে। বেবিটিউব অ্যাপ মানুষ ব্যবহার করছে গুগল প্লেস্টোর থেকে ডাউনলোডের করে। সহজে জানার জন্য ওয়েবসাইটে চোখ বুলিয়ে আসতে পারেন। বেবিটিউবে ইতোমধ্যে ছয়শোর অধিক ভিডিও কন্টেন্ট রয়েছে। বেবিটিউবে একসঙ্গে পাওয়া যাচ্ছে খেলাধুলা, কার্টুন, পড়াশোনা, মুভি, নাটক, গেম, গান, গজল, ট্রাভেল, ব্লগ, টেকনোলজিসহ শিশু-কিশোরনির্ভর সব ধরনের কনটেন্ট। বেবিটিউবে শিশু-কিশোরদের জন্য নিরাপদ, মজাদার এবং শিক্ষণীয় ভিডিও শেয়ার করার সুযোগ তৈরি করেছি আমরা। অ্যাপের পাশাপাশি সেবা পাওয়া যাবে বেবিটিউবের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটেও। বয়সভেদে যে কেউ এই সাইটে ভিডিও আপলোড করতে পারবেন। তবে বেবিটিউবে শিশুদের বিকাশের পথে বাধা হয়, এমন কোনো ভিডিও দেওয়ার সুযোগ নেই। এ বিষয়ে সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা করেছে আমাদের টেকনিক্যাল টিম। যার কারণে বেবিটিউবে শিশু-কিশোরদের জন্য ক্ষতিকারক ভিডিও থাকার সুযোগ নেই।

ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে সাজ্জাদুল ইসলাম জানান, আমরা চাই প্রতিটি শিশু-কিশোর প্রযুক্তির দুনিয়ায় সুস্থ থাকুক। সে সুস্থতা নিশ্চিত হোক আমাদের মাধ্যমে। শিশু-কিশোরদের নিরাপদ রাখতে পারলে ভবিষ্যৎ সুন্দর হবে?

অভিভাবকরা যেন নিশ্চিন্তে সন্তানদের হাতে মোবাইল বা ডিজিটাল ডিভাইসগুলো দিতে পারে এবং দেশের প্রতিটি শিশু-কিশোর নিরাপদ ইন্টারনেটের আওতায় আনা আমাদের পরিকল্পনা। বেবিটিউব শিশু-কিশোরদের নিরাপদ, মজাদার এবং শিক্ষণীয় একটি অ্যাপ হিসেবে তৈরি করার জন্য কাজ করব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close